কৃষকদেরকে প্রযুক্তির আওতায় আনতে কাজ করছে সরকার

কার্পাসডাঙ্গায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে ধানের বীজ রোপণ অনুষ্ঠানে জেলা প্রশাসক

কার্পাসডাঙ্গা/ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় রাইস ট্রান্সপ্ল্যান্টের মাধ্যমে বোরো ধানের চারা রোপণ উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৩টায় কার্পাসডাঙ্গা মিশন পল্লির আটচালাঘরের পাশের মাঠে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান রাইস ট্রান্সপ্ল্যান্টের মাধ্যমে ধানের চারা রোপণ কাজের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, সরকার কৃষকদেরকে প্রযুক্তির আওতায় আনতে কাজ করছে। এতে কৃষকের ব্যয় ও সময় বাঁচবে। অর্থনৈতিকভাবে লাভবান হবে কৃষক। আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার ও যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় কৃষি বিভাগ কৃষকদের সুবিধার্থে ভর্তুকির মাধ্যমে এই যন্ত্রসহ অন্যান্য আধুনিক যন্ত্র সরবরাহ করছে। এককালে হালের বলদ, লাঙল-জোয়ালই ছিলো কৃষকের মূল ভরসা। সারাদিন শ্রমের বিনিময়ে মাঠে ফলতো স্বপ্নের ফসল। আধুনিক প্রযুক্তির উৎকর্ষে সেই দিন বদলে গেছে। নতুন নতুন তথ্য-প্রযুক্তির ব্যবহার ও যন্ত্রপাতির ব্যবহারে দেশের কৃষিখাতে এসেছে বৈপ্লবিক পরিবর্তন। এসব যন্ত্রের ব্যবহারের ফলে কৃষকের কমেছে শ্রম ও খরচ, অপরদিকে কয়েকগুণ বেড়েছে উৎপাদন। সময় ও খরচ কম হওয়ায় আধুনিক এসব যন্ত্র ব্যবহারের দিকেই ঝুঁকছেন কৃষকরা। সমালয় পদ্ধতিতে বীজতলা থেকে ফসল কাটা পর্যন্ত সব কাজ একযোগে করা হবে। প্রযুক্তির সাহায্যে অল্প মানুষ নিয়ে কাজ করা হবে। এতে জমির অপচয় কমবে। পরে আটচালা ঘর প্রাঙ্গনে দামুড়হুদা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে জেলা কৃষি সম্প্রসারণের উপ-পরিচালক বিভাস চন্দ্র সাহার সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু, উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগম, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান হাজি শহিদুল ইসলাম, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার আব্দুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা মো. মনিরুজ্জামান, নজরুল স্মৃতি সংসদের সভাপতি এমএ গফুর, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, আটচালাঘর মালিক প্রকৃতি বিশ্বাস বকুল, কার্পাসডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, উপজেলা শ্রমিক লীগের সহসভাপতি শহিদ বিশ্বাস, শিক্ষক নাসির উদ্দিন, কার্পাসডাঙ্গা ইউপি সদস্য আলমগীর হোসেন, বিল্লাল হোসেন, সিরাজুল ইসলাম, আব্দুর রাজ্জাক, আপেল হোসেন, নিশাত সারমিন সোনিয়া, মো. মাসুদ, কৃষক জোটের সভাপতি মনোয়ার হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ, হুমায়ান কবির, মেহেদী হাসান জাহিদসহ কৃষক-কৃষাণীরা। অনুষ্ঠানটির সঞ্চানলায় ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা মো. মনিরুজ্জামান।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More