কোটচাঁদপুরে লিনটন ভেঙে নির্মাণ শ্রমিক নিহত

কোটচাঁদপুর প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে এক নির্মাণ শ্রমিক মারা গেছেন। কোর্টচাঁদপুরে সরকারি কেএমএইচ কলেজের নবনির্মিত টিচার্স কমনরুমের লিনটন ভেঙে মালেক গাজী (৫০) নামে এক নির্মাণ শ্রমিকের মাথায় পড়লে তিনি মারা যান। নিহত মালেক গাজী পৌর এলাকার দুধসরা গ্রামের মৃত কালু গাজীর পুত্র। বর্তমানে ১৫ লাখ টাকা ব্যয়ে কোটচাঁদপুর সরকারি কেএমএইচ কলেজের সংস্কার কাজ চলছে। এ সংস্কার কাজের অংশ হিসেবে কলেজের টিচার্স কমনরুমের সম্প্রসারণ করা হচ্ছে। আজ থেকে ৩ দিন পূর্বে সম্প্রসারিত টিচার্স কমনরুমের লিনটন ঢালায় দেয়া হয়েছে। গত বুধবার সকালে নির্মাণ শ্রমিকরা ওই লিনটন খোলার সময় এক পর্যায়ে তা ভেঙে শ্রমিক মালেক গাজীর মাথার ওপর পড়ে। আহত মালেক গাজীকে কোটচাঁদপুর সরকারি হাসপাতালে নেয়া হলে তাকে যশোর আড়াইশ’ বেড হাসপাতালে রেফার্ড করা হয়। যশোর নেয়ার পথে তিনি মারা যায়। কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা রুজুর প্রস্তুতি চলছে।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More