কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ‘একটি ফুলের মৃত্যু’ নাটক মঞ্চায়ন করা হয়েছে। সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় গতকাল বৃহস্পতিবার সকাল সোয়া ১০টায় এ নাটক মঞ্চায়ন করা হয়। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মিতুল সাইফ। মিতালী সাহিত্য সাংস্কৃতিক সংসদের পরিবেশনায় নাটকটিতে অভিনয় করেন অসিত ঘোষ, জাহিদ হাসান শোভন, মহিউল হাসনাত, নিলয় রার, বুলবুলি, সাদিয়া স্নিগ্ধা, সুমাইয়া, এবং মিতুল সাইফ। ডেঙ্গু ও বাল্যবিয়ে সচেতনতায় ছিল এই নাটকের উদ্দেশ্য। নাটকের শুরুতে এবং শেষে বক্তব্য রাখেন শিক্ষক ও সাংবাদিক রফিক মন্ডল, সহকারী প্রধান শিক্ষক এসএম হুমায়ুন কবির ও সুব্রত ব্যানার্জী বাপী (মিসাস সভাপতি) প্রায় ১২শ’ শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষিকা অভিভাবকসহ সাংবাদিকবৃন্দের উপস্থিতিতে সফলভাবে নাটকটি মঞ্চায়িত হয়। নাটকটি আলোড়ন সৃষ্টি করে।-প্রেসবিজ্ঞপ্তি।
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.