ভালাইপুর প্রতিনিধি: আলমডাঙ্গার খাদিমপুর ইউনিয়ন পরিষদের স্থায়ী কমিটির সাথে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভূক্তিরণ ও বাজেট বরাদ্দ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ইউনিয়ন পরিষদের হলরুমে প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে ইউকেএইড’র অর্থায়নে মানুষের জন্য ফাউন্ডেশন’র সহযোগিতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় খাদিমপুর ইউপি চেয়ারম্যান মোজাহিদুর রহমান জোয়ার্দ্দার লোটাস মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার পিআরপিডি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী ইউনুস আলী। অনুষ্ঠানে চেয়ারম্যান মোজাহিদুর রহমান জোয়ার্দ্দার লোটাস বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের পেছনে ফেলে নয় তাদেরকে সাথে নিয়ে চললেই আমরা সফলতা লাভ করবো। বর্তমানে যে জনশুমারি ও গৃহ গণনার কাজ চলমান আছে এই জরিপে যেনো আমার ইউনিয়নের কোনো প্রতিবন্ধী ব্যক্তি বাদ না পড়ে এ বিষয়ে বিশেষভাবে নির্দেশ প্রদান করা হয়েছে। তিনি আরো বলেন, আমার ইউনিয়ন পরিষদের ২০২২- ২০২৩ অর্থ বছরের বাজেটে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য এক লাখ টাকা বাজেট রাখা হয়েছে এবং ইউনিয়ন পরিষদের ১৩টি স্থায়ী কমিটিতে ১৩ জন প্রতিবন্ধী ব্যক্তিকে অন্তর্ভূক্তি করা হয়েছে এবং তাদেরকে দ্বিমাসিক সভায় উপস্থিত রেখে সভা পরিচালনা করা হচ্ছে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ১৩টি স্ট্যান্ডিং কমিটির সভাপতি সহ ১৩টি স্ট্যান্ডিং কমিটির সদস্য প্রতিবন্ধী ব্যক্তিরা। সভাটির সার্বিক সহযোগিতায় ছিলেন প্রকল্প কর্মকর্তা আব্দুল আজিজ, ফিল্ড ভলেন্টিয়ার সাইদুর রহমান রানা ও আব্দুর রহমান।