খাবারের সন্ধানে কার্পাসডাঙ্গার লোকালয়ে হনুমান

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গার বিভিন্ন এলাকায় খাবারের সন্ধানে ঘুরে বেরাচ্ছে বেশকিছু কালোমুখো হনুমান। বিপন্ন প্রায় হনুমান দেখে অনেকে ভয়ে আতকে উঠলেও কেউ কেউ আবার উৎসাহ নিয়ে কিনে দিচ্ছে বিভিন্ন রকমের খাবার। গতকাল রোববার বিকেলে কার্পাসডাঙ্গা কবরস্থানমোড় এলাকায় রাস্তার ওপর বসে থাকতে দেখা যায় বেশকিছু কালোমুখো হনুমান। কার্পাসডাঙ্গা ১নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক জাব্বার খাবলী জানান, এখানে বেশকিছু হনুমান কয়েকদিন এই এলাকায় অবস্থান করছে। তাদের কষ্টের কথা ভেবে খাবার কিনে দিচ্ছি। কালোমুখো হনুমানগুলো দলবদ্ধভাবে বসবাস করতে পছন্দ করে। খাবারের কারণে তারা দোকান ঘরেও ঢুকে পড়ছে। তাদের পিছু ছুটছে ছোট বাচ্চারা। হনুমান দেখে তারা আনন্দ পাচ্ছে। তরুণ সমাজসেবক মনোয়ার হোসেন জানান, রাস্তা ও ঘরের ছাদের ওপর বসে থাকছে তারা। তাদের চারপাশে ঘিরে থাকছে কৌতুহলী মানুষ। হনুমানগুলো কখনো প্রাচীর, কখনো গাছে আবার কখনো দোকানের মধ্যে ঢুকে পড়ছে। মাঝে মাঝে হনুমানগুলো মানুষের সাথে মিশে পাশাপাশি হাঁটছেও স্বাভাবিকভাবে। বনে খাদ্য সংকটের কারণে হয়তো হনুমানগুলো লোকালয়ে চলে এসেছে। তবে হনুমানের শান্ত ভাব রয়েছে। এখন পর্যন্ত কাউকে ক্ষতি করেনি। তাদেরকে যুবলীগ নেতা জাব্বার খাবলী হনুমানগুলোকে খাবার দিচ্ছে।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More