স্টাফ রিপোর্টার: মেহেরপুরের গাংনী থানা পুলিশের নিয়মিত অভিযানে ৪০০ গাঁজাসহ রামকুষ্ণপুর ধলা গ্রামের ২ যুবক এবং আদালতের সাজা পরোয়ানা আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। গত শনিবার রাতে পুলিশের পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।
গাংনী থানা সুত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১১টার দিকে সাহারবাটি গ্রামের প্রধান সড়কে গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানা পুলিশের অভিযান দলের সদস্যরা অবস্থান নেয়। এসময় গাঁজা নিয়ে গন্তব্যে যাওয়ার সময় পুলিশের হাতে গ্রেফতার হয় দুই যুবক।
এরা হচ্ছে- গাংনী উপজেলার রামকৃষ্ণপুর ধলা গ্রামের রুহুল আমিন মাস্টারের ছেলে নাহিদ হাসান (২০) ও তার সঙ্গীয় একই গ্রামের রাহাবুল ইসলামের ছেলে নয়ন হাসান (২১)। পুলিশ তাদেরকে ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করে।
তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে রোববার মেহেরপুর আদালতে সোপর্দ করেছে গাংনী থানা।
এদিকে গাংনী থানা পুলিশের আরেকটি অভিযানে চিৎলা গ্রামের নজরুল ইসলামের ছেলে ইমদাদুলকে গ্রেফতার করা হয়। আদালতে থেকে তার বিরুদ্ধে ৬ মাসের সাজা এবং ৪৮ লাখ টাকা জরিমানার আদেশ রয়েছে। আদালতের গ্রেফতারী পরোয়ানামূলে তাকে গ্রেফতার করে পুলিশ।
গাংনী থানার অফিসার ইনজার্চ (ওসি) বানি ইসরাইল জানান, গাঁজাসহ গ্রেফতার দুই যুবক এবং সাজাপ্রাপ্ত আসামিকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.