স্টাফ রিপোর্টার: মেহেরপুরের গাংনী উপজেলার চৌগাছা গ্রামের দোতলা বাড়ির ছাদ থেকে পড়ে কুরসিয়া খাতুন (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ছাদের উপরে কাজ করার সময় তিনি নিচে পড়ে যান। কুরসিয়া খাতুন চৌগাছা ভিটা পাড়ার বাসিন্দা আব্দুল মতিনের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে কুরসিয়া খাতুন বাড়ির দ্বিতীয় তলার ছাদে উঠে নারকেল গাছের পাতা কাটছিলেন। অসাবধানতাবশত তিনি ছাদ থেকে নিচে পড়েন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গাংনী থানার অফিসার ইনচার্জ ওসি বানী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।
পূর্ববর্তী পোস্ট
চুয়াডাঙ্গার নীলমনিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.