গাংনী প্রতিনিধি: তুলা উৎপাদন বাড়াতে মেহেরপুরের গাংনীতে ২০২৫-২৬ মৌসুমে আবাদের জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উপকরণ বিতরণ করা হয়েছে। গকতাল বুধবার বিকেলে গাংনী সিদ্দিকিয়া সিনিয়র আলিয়া মাদরাসার হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে তুলা উন্নয়ন বোর্ড। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তুলা উন্নয়ন বোর্ডের কুষ্টিয়া অঞ্চলের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা শেখ আল মামুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন ড. মোহাম্মদ তাসদিকুর রহমান। অনুষ্ঠানে গাংনী উপজেলার বিভিন্ন এলাকার তুলা চাষিরা অংশ নেন। প্রণোদনা কর্মসূচির আওতায় ৬জন চাষীকে ৬শ গ্রাম করে তুলা বীজ, বোরণ সার ২ কেজি, ২৫ কেজি ইউরিয়া, ৫০ কেজি এমওপি এবং ৫০ কেজি টিএসপিসহ বিভিন্ন প্রকার কীটনাশক প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা তুলা উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সরকারের এ ধরনের সহায়তা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.