স্টাফ রিপোর্টার: মেহেরপুরের গাংনী উপজেলা হাডাভাঙ্গা গ্রামের সেন্টার পাড়ার ভ্যানচালক রহিদুল ইসলামের চার বছর বয়সী কন্যা আয়েশা খাতুন বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে মারা গেছেন। গতকাল মঙ্গলবার আনুমানিক বিকেল ৪টার দিকে ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, বিগত কয়েকদিন টানা বৃষ্টিতে পুকুরসহ নিচু জায়গা ও ছোট খাটো গর্ত গুলো পানিতে ভরে গেছে। ঠিক তেমনি বাড়ির পাশের ছোট পুকুরটি পানিতে ভরপুর থাকায় আজকে আয়েশা অনাকাঙ্খিতভাবে পুকুরের পানিতে ডুবে মারা গেল। আয়েশার দাদা শহিদুল ইসলাম জানান, বাড়ির পাশের পুকুর ধারে আয়েশা একা-একা খেলা করছিল। কোন এক পর্যায়ে এসে পুকুরের পানিতে পড়ে যায়। এবং পানিতে ডুবে সে মারা যায়। অনেকক্ষণ তাকে দেখতে না পেয়ে তার মা খোঁজাখুঁজির পর পুকুর পাড়ে গিয়ে দেখে আয়েশার মরদেহ ভাসছে। পরে তার মায়ের চিৎকার চেঁচামেচিতে স্থানীয় লোকজন জড়ো হয়ে মরদেহ উদ্ধার করে। কাজিপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. মহিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চার বছর বয়সী এই মেয়ে শিশুটির মৃত্যু খুবই বেদনাদায়ক। সকল অভিভাবকদের সচেতন থাকতে হবে যাতে এরকম অনাকাক্সিক্ষত ঘটনা না ঘটে।
পূর্ববর্তী পোস্ট
মেহেরপুর পৌরসভার সাবেক মেয়র মাহফুজ রহমান রিটন এক দিনের রিমা-েন্ড
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.