স্টাফ রিপোর্টার: মেহেরপরের গাংনীতে পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন করা হয়েছে। ২০২৪/২৫ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় পেঁয়াজ সংরক্ষণে উপজেলার ১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন এবং শীতকালীন পেঁয়াজ বীজ (কন্দ) উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষকদের মাঝে প্রণোদনা দেয়া হয়। গতকাল মঙ্গলবার দুপুরে গাংনী উপজেলা সভাকক্ষে নির্বাহী অফিসার আনোয়ার হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম সোনা। এয়ার ফ্লো মেশিন বিতরণের প্রয়োজনীতা তুলে ধরেন উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন। তিনি আরও বলেন, এই কার্যক্রমের মাধ্যমে কৃষকরা উপকৃত হবেন। কারণ এয়ার ফ্লো মেশিন পেঁয়াজ বীজ সংরক্ষণে সাহায্য করবে, যা তাদের উৎপাদনশীলতা বাড়াতে সহায়ক হবে। এসময় উপজেলার ১০ জন কৃষকের প্রতি জনকে ২০ হাজার টাকার সমপরিমান পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এবং দেওয়াল ও মাচা তৈরির সরঞ্জাম ক্রয়ের ৭ হাজার টাকা প্রধান করা হয়।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.