স্টাফ রিপোর্টার: মেহেরপুরের গাংনীতে দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রীকে কুপ্রস্তাব দেয়ার অভিযোগে আব্দুল খালেক (৪০) নামে এক ভ্যানচালককে উত্তেজিত জনতা গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে। গতকাল রোববার সকালে গাংনীর সন্ধানী স্কুল অ্যান্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বাঁশবাড়িয়া গ্রামের চেতন মন্ডলের ছেলে আব্দুল খালেক গত ২১ জুলাই গাংনী ফিলিং স্টেশনের সামনে স্কুলে যাওয়ার পথে ওই ছাত্রীকে কুপ্রস্তাব দেন। ঘটনার পর শিশুটি পরিবারকে বিষয়টি জানায়। গতকাল রোববার সকালে স্কুলে যাওয়ার সময় ছাত্রীটি অভিযুক্তকে শনাক্ত করে। তখনই পরিবারের সদস্যদের সহায়তায় স্থানীয় জনতা তাকে ধরে গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে গাংনী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয়। মারপিটে আহত খালেককে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা দিয়ে থানা হেফাজতে নেয়া হয়। গাংনী থানার ওসি বানী ইসরাইল জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ব্যবস্থা নিয়েছে। শিশুটির অভিভাবকের দায়ের করা অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.