গাংনীর সেই হাউসসহ ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

গাংনী প্রতিনিধি মেহেরপুরের গাংনী থানা পুলিশ পৃথক অভিযানে মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্তসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে এ পৃথক দু’টি অভিযান চালায় পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে কাষ্টদহ গ্রামের হাউসের বিরুদ্ধে চুরি, ছিনতাই, বোমা বিস্ফোরণসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

গাংনী থানার ওসি বজলুর রহমান জানান, গাংনীর দিঘলকান্দি গ্রামের মৃত আরজ আলীর ছেলে বাকিরুলের বিরুদ্ধে ২০১৩ সালে একটি মাদক মামলা হয়। ওই মামলায় সে পলাতক ছিলো। তার অনুপস্থিতিতে বিজ্ঞ আদালত ১০ বছরের সাজা প্রদান করেন। গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানা পুলিশের একটি টিম তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

এদিকে ১৪ ফেব্রুয়ারি রাতে গাংনী বাজারের সাইদ হার্ডওয়ারের দোকানের টিনের ছাউনি কেটে নগদ টাকা চুরির ঘটনা ঘটে। দোকানের মধ্যে সিসি টিভির ফুটেজ দেখে এ উপজেলার কাষ্টদাহ গ্রামের ইউনুছ আলীর ছেলে হাউসকে (২৬) গ্রেফতার করে। হাউসের নামে এর আগে গাংনী থানায় বোমা বিস্ফোরণ, ডাকাতি, গরু চুরিসহ মোট ৭টি মামলা রয়েছে।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More