গাংনী পৌরসভায় ওএমএস ডিলার নিয়োগ সম্পন্ন

স্টাফ রিপোর্টার: খাদ্যশস্যের বাজার স্থিতিশীল রাখতে এবং জনসাধারণের কাছে সাশ্রয়ী মূল্যে খাদ্য সরবরাহ করতে মেহেরপুরের গাংনীতে ওএমএস ডিলার নিয়োগ সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে এসকল ডিলার নিয়োগের কার্যক্রম সম্পন্ন করা হয়। ওএমএস কমিটির সভাপতি ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং কমিটির সদস্যদের উপস্থিতিতে এ কার্যক্রম সম্পন্ন হয়েছে। পৌরসভার ৯ ওয়ার্ডে ৬ টি ডিলার নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে নিয়োগ প্রদান করা হয়। একক আবেদন থাকায় ৫ জন বিনা প্রতিদ্বান্দতায় এবং একটি ওয়ার্ডে লটারীর মাধ্যমে নিয়োগ দেয়া হয়। সাশ্রয়ী মূল্যে খাদ্য সরবরাহকারী হিসেবে নিয়োগ পেলেন, ১ নম্বর ওয়ার্ড বাঁশবাড়িয়া গ্রামে আব্দুল গণি, ২ নম্বর ওয়ার্ড শিশিরপাড়ায় সুরেলী আলভী, ৩ ও ৪ নম্বর ওয়ার্ড চৌগাছায় রোকনুজ্জামান তুহিন, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে পশ্চিম মালসাদহে বেদেনা খাতুন, ৭ নম্বর ওয়ার্ড পূর্ব মালসাদহ মনিরুল ইসলাম এবং ৮ ও ৯ নম্বর ওয়ার্ড থানা রোড মনিরুল ইসলাম। ওএমএস ডিলার নিয়োগের লটারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোছা. ইশরাত জাহান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরশাদ আলী, গাংনী প্রেসক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, ওসিএলএসডি মাহামুদুল হাসানসহ নিয়োগপ্রাপ্ত ডিলার ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ।

 

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More