স্টাফ রিপোর্টার:চুয়াডাঙ্গা জেলা যুবদলের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২ জানুয়ারি বিকাল ৪টায় চুয়াডাঙ্গা শহরের জান্নাতুল মাওলা জামে মসজিদে এই ধর্মীয় কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা যুবদলের সভাপতি মোঃ শরিফুজ্জামান সিজার। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি তৌফিকুজ্জামান ও নাসির উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক আমির হোসেন ও জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহিদ মোহাম্মদ রাজিব খান, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব ইমরান মহলদার রিন্টু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মিশর, যুগ্ম আহ্বায়ক কাজল আহমেদ, চুয়াডাঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক বিপুল হাসান হেজি এবং সদস্য সচিব আজিজুর রহমান।
এছাড়াও জেলা, উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা দোয়া মাহফিলে অংশ নেন। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.