চুয়াডাঙ্গার কুতুবপুরে ওপেন হাউজ ডে ও বিট পুলিশিং সমাবেশ

পুলিশের কাজে সকলকে সহযোগিতা করার আহ্বান
সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার কুতুবপুরে ওপেন হাউজ ডে ইউনিয়ন বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সাথে রক্তদান সংগঠনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। গতকাল মঙ্গলবার বিকেলে কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুতুবপুর রক্তদান সংগঠনের সভাপতি মোস্তফা মনিরুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম। এ সময় তিনি বলেন, আমি প্রথমে সেচ্ছায় রত্তদান সংগঠনকে ধন্যবাদ জানায় সেবা করার একটি মহতি উদ্যোগ গ্রহণ করার জন্য। তাদের আর একটি উদ্যোগ বৃক্ষরোপণ কার্যক্রমের। গাছ লাগান পরিবেশ বাঁচান গাছের মাধ্যমে সবুজকে ধরে রাখতে হবে। লেখাপড়ার পাশাপাশি মানুষের পাশে দাঁড়াতে হবে। রাস্তার পাশে পড়ে থাকা জমিতে গাছ লাগাতে হবে। তিনি আরও বলেন, কুতুবপুর ইউনিয়নে চার চারটি পুলিশ ক্যাম্প এটা ভালো সংকেত নয়। তারপরও জেলা পুলিশের পক্ষে থেকে অন্য পুলিশ ক্যাম্প উঠিয়ে নেয়া হলেও কুতুবপুর ইউনিয়নের একটি ক্যাম্প ও ওঠানো হয়নি। এলাকার মানুষ শান্তিতে থাকতে পারে। অপরাধ বেশি সংঘটিতো হওয়ার কারণে চার চার টি ক্যাম্প স্থাপন করা হয়েছিলো; আজ সেই ধরনের না থাকলেও শান্তি রক্ষায় ক্যাম্পগুলো রেখে দিয়েছি। সকলকে আইন সম্পর্কে সচেতন হতে হবে। আইনের প্রতি আমাদের সকলকেই শ্রদ্ধাশীল হওয়া দরকার। এজন্য প্রয়োজন সচেতনতা। বিট পুলিশিং সঠিকভাবে কার্যক্রম পরিচালিত হলে পুলিশের সেবা জনতার দারপ্রান্তে পৌঁছে যাবে। এলাকাবাসী সচেতন হলে সমাজ থেকে অনিয়ম দূর করা সম্ভব হবে। এলাকাবাসীর সার্বিক সহযোগিতা পেলে এই সমাজ থেকে চিরতরে সন্ত্রাস ও মাদকমুক্ত হবে। আপনাদের সহযোগিতা ছাড়া পুলিশের একার পক্ষে বৃহত্তর জনগোষ্ঠীর নিরাপদে রাখা কঠিন। বিট পুলিশিং কার্যালয়ে জিডি নেয়ার সুব্যবস্থা করা চেষ্টা চলছে। পুলিশ সুপার বলেন, ওপেন হাউজ ডে পুলিশের দোষগুণ শুনতে চাই। আমি সংশোধনে বিশ্বাসী, আপনাদের কাছ থেকেও শিখতে চাই। ছোটখাটো অপরাধে তাদেরকে সংশোধন হওয়ার জন্য সুযোগ দিয়ে থাকি। তার মানে এই নয় বারবার করে পার পাবে সেটা নয়। আত্মহত্যার খারাপ দিক তুলে ধরে শিক্ষক মসজিদের ইমামদের এগিয়ে আসতে হবে। পয়সার অভাবে লেখাপড়া না করিয়ে বাল্যবিয়ের ব্যবস্থা করা হয়; আমি তাদের উদ্দেশে বলতে চাই, পড়াশোনার খরচ আমরা দিবো, স্কুলের পোশাক দিবো তবুও বাল্যবিয়ে দেয়া যাবে না। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহাঙ্গীর আলম, সহকারী পুলিশ সুপার সাজ্জাদ হোসেন, চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ খান, পরিদর্শক (অপরেশন) একরামুল হক, কুতুবপুর ইউপি চেয়ারম্যান আলি আহম্মদ হাসানুজ্জামান মানিক, সিন্দুরিয়া ক্যাম্প ইনচার্জ এসআই ইকবাল আহম্মেদ, সরোজগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই তাইফুজ্জামান, এসআই আহসান আলম, কুতুবপুর ক্যাম্প ইনচার্জ এএসআই বশির উদ্দিন, এএসআই আনোয়ার জাহিদ, এএসআই মেহেদি হাসান, বদরগঞ্জ বাজার কমিটির সভাপতি এএনএম আশিফ, কুতুবপুর ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক জহুরুল আলম জবির, কুতুবপুর আ.লীগের যুগ্মসম্পাদক রাকিবুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি স্কুল চত্বরে একটি বকুল ফুল ও একটি তালের তারা রোপণের মধ্যদিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More