গড়াইটুপি প্রতিনিধি: চুয়াডাঙ্গার গড়াইটুপি ইউনিয়নের গড়াইটুপি গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নরসুন্দর পেশার দুই ভাইকে রড দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে ও পা ভেঙে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সন্ন্যাসী ও তার ছেলে হৃদয়ের বিরুদ্ধে। গতকাল শনিবার সন্ধ্যায় গড়াইটুপি বাজারে এ ঘটনা ঘটে। আহতরা হলেন স্থানীয় নরসুন্দর শ্যামল (৪৬) ও তার ছোট ভাই লিটন (৪২)। প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, গড়াইটুপি বাজারে সন্ন্যাসীর সাথে কথা কাটাকাটি হয় লিটনের সাথে। কথা কাটাকাটির এক পর্যায়ে সন্ন্যাসী বাড়িতে গিয়ে তার ছেলেকে ডেকে নিয়ে আসে। পরবর্তীতে সন্ন্যাসী ও তার ছেলে হৃদয় লোহার রড নিয়ে চড়াও হয় নরসুন্দর লিটন ও তার ভাই শ্যামলের ওপর। এক পর্যায়ে সন্ন্যাসীর ছেলে হৃদয় লোহার রড দিয়ে পিটিয়ে লিটনের পা ভেঙে দেয় ও তার বড় ভাই শ্যামলকে রড দিয়ে মাথা আঘাত করে। এতে করে শ্যামলের মাথা ফেটে রক্তাক্ত জখম হয় শ্যামল। স্থানীয়দের সহযোগিতায় পরিবারের লোকজন তাদেরকে উদ্ধার করে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় শ্যামল বলেন, বাজারে উপর সন্ন্যাসীর সাথে আমার কথা-কাটাকাটি হয় এর এক পর্যায়ে সন্ন্যাসী ও তার ছেলে হৃদয় লোহার রড নিয়ে আমাদের দুই ভাইয়ের ওপর চড়াও হয়। হৃদয় লোহার রড দিয়ে পিটিয়ে আমার ভাই লিটনের পা ভেঙে দেয় এবং আমার মাথায় আঘাত করে। এতে করে আমার মাথা ফেটে যায়। এদিকে, সদর হাসপাতাল নিয়ে যাবার পর লিটন প্রামাণিককে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়েছে বলে জানিয়েছেন তার পরিবারের লোকজন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
পূর্ববর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.