চুয়াডাঙ্গার জালশুকায় স্ত্রীর পরকিয়ায় বাধা দেয়ায় স্বামীকে মারধর চলাচলের পথ বন্ধ করে দিয়ে বাড়ি ছাড়া করার অভিযোগ
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলা শঙ্করচন্দ্র ইউনিয়নের জালশুকা গ্রামের স্ত্রীর পরকিয়া বাধা দেয়ায় ক্ষমতার বাহুবল দেখিয়ে অসহায় প্রতিবন্ধী আশাদুলকে মারধর করে বাড়ির পথ বন্ধ করে দিয়ে ১০ মাস বাড়ি ছাড়া করেছে একই গ্রামের বজলু বিশ্বাস। বজলু বিশ্বাস নজর আলী বিশ্বাসের ছেলে। তিনি জালশুকা জামে মসজিদের সভাপতি। এ বিষয়ে জালশুকা গ্রামের আবু বকরের ছেলে প্রতিবন্ধী আশাদুল হক জানান, আমার এক পা অচল, আমি অসহায় মানুষ, আমার বাড়ির পাশে বজলু বিশ্বাসের জমি তার জমির ওপর দিয়ে পাকা রাস্তা হয়েছে। বজলু তার কিছু অংশ জমি কবরস্থানের নামে দান করেছে, সেই সূত্র ধরে তার জমি দেখা শোনার নাম করে যখন তখন আমার বাড়ির পাশে অবস্থান করে। আর সেই সুযোগে সে আমার স্ত্রীর সাথে পরকিয়ায় লিপ্ত হয়। আমি মাঝে মধ্যে এভাবে দেখতে পায়, কোন সাহস পাইনা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে, তবে এর মধ্যে আমি তাকে ধরে নিষেধ করাতে আমার ওপর তার ক্ষোভ করে গ্রামের লোকজনকে ভুল বুঝিয়ে তার অপকর্ম ঢেকে তার লোকজন নিয়ে এসে আমার বাড়িতে এসে হামলা চালায়, আমাকে মারধর করে বাড়ি ঘর ভাঙচুর করে ও ৪৩ হাজার টাকা লুট করে নেয়। আমাকে তারা ধরে মাঠের মধ্যে আটকায় রাখে। পরবর্তীতে সরকারি ৯৯৯ নম্বরে কল করে পুলিশ এসে উদ্ধার করে। তার পরে বাড়ির গেটের সামনে বেড়া দিয়ে ঘিরে দেয়, আমার চলাচলের রাস্তা বন্ধ করে দেয়, এমন কি আমার বাড়ি থেকে বাইর করে দিয়েছে, প্রাণের ভয়ে আজ আমি প্রায় ১০ মাস বৃদ্ধ বাবা মা সন্তান নিয়ে বাড়ি ছাড়া। আমার বাড়িতে উঠলে মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমার দুই ছেলে ও এক মেয়ের মধ্যে বড় ছেলে সম্প্রতি মারা গেছে। ছেলে মারা যাওয়ার শোক খবর পর্যন্ত গ্রামের মাইকে প্রচার করতে দেয়নি। এ বিষয়ে আমি চুয়াডাঙ্গা সদর থানায় একটি লিখিত অভিযোগ পর্যন্ত দিয়েছি।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.