চুয়াডাঙ্গার তিতুদহ ইউপি নির্বাচনী পথসভায় টোটন জোয়ার্দ্দার

নৌকা মার্কায় ভোট দিন উন্নয়নে অংশ নিন
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় ইউনিয়নের তিতুদহ বাজারে এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। আ.লীগের দলীয় নৌকার প্রার্থী শুকুর আলীর সভাপতিত্বে অনুষ্ঠনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। এসময় তিনি বলেন, বাংলাদেশ আওয়ামীলীগের মার্কা নৌকা মার্কা, জননেত্রী শেখ হাসিনার মার্কা নৌকা মার্কা, স্বাধীনতার মার্কা নৌকা মার্কা, উন্নয়নের মার্কা নৌকা মার্কা। যদি আওয়ামী লীগ করে থাকেন, দলকে ভালোবেসে থাকেন তাহলে তার মার্কা হবে নৌকা। নৌকার বিরোধীতা করবেন আর মুখে আওয়ামী লীগের সেøাগান দিবেন তা হতে পারে না। যদি এটা কেউ করে থাকেন তাহলে এখনও সময় আছে সংশোধন হয়ে যান। সেই সাথে একটি কথা মনে করিয়ে দিতে চাই চুয়াডাঙ্গার উন্নয়নের রূপকার আছেন দু’জন। একজন হলেন জেলা আওয়ামী লীগের অভিভাবক চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। অপর জন হলেন জেলা আ.লীগের সহসভাপতি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর মহোদয়। যাদের হাত ধরে জেলায় ব্যাপক উন্নয়ন হয়েছে এবং হচ্ছে। সে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দেবার অনুরোধ রাখছি। তাদের নির্দেশেই জেলা আ.লীগের নেতৃবৃন্দ আজ নৌকার পক্ষে ভোট চাইতে মাঠে নেমেছে। আপনারা দেখেছেন কিছুদিন আগে চুয়াডাঙ্গা সদর উপজেলার ৪টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মানুষ উন্নয়ন চাই বলেই নৌকার প্রার্থীকে বিজয়ী করেছে। আশা করি তিতুদহেও তার ব্যতিক্রম হবে না। নৌকার বিজয় হবেই ইনশাল্লাহ। অনুষ্ঠানে আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আ.লীগের সাংগাঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, শ্রমিক লীগের সভাপতি আফজালুর হক, অ্যাড. বেল্লাল হোসেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান গরীব রুহানী মাসুম, কুতুবপুর ইউপি চেয়ারম্যান আলী হাসানুজ্জামান মানিক। আরও উপস্থিত ছিলেন, তিতুদহ ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম, আ.লীগ নেতা আরশেদ আলম চন্দন, হায়দার মল্লিক, ডাক্তার রফিক, আবুল কাশেম, আক্তার হোসেন, আরিফুল ইসলামসহ ইউনিয়ন ও ওয়ার্ড আ.লীগের নেতৃবৃন্দ। প্রধান অতিথি এর আগেও ছোটসলুয়া, আড়িয়া, গিরীশনগর, নুরুল্লাপুর, চাঁদপুর, তিতুদহ, হুরিয়ামারি, গোলাপনগর, বড়সলুয়া, বলদিয়া গ্রামে নৌকা মার্কায় ভোট চেয়ে পথসভা করেন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More