চুয়াডাঙ্গার ধুতুরহাটে যবিপ্রবি ছাত্র জাহিদের স্মরণে দোয়া মাহফিল

সরোজগঞ্জ প্রতিনিধি: যশোরে দুর্ঘটনায় যবিপ্রবি ছাত্র চুয়াডাঙ্গার ধুতুরহাট ঝিলখালিপাড়ার জাহিদ হাসানের স্মরণে গতকাল বুধবার সন্ধ্যায় জাহিদের নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মবিলা ইউপি চেয়ারম্যান আবু তাহের বিশ্বাস, পদ্মবিলা ইউনিয়ন আ.লীগের সভাপতি খাজা শাহাবুদ্দিন, সাধারণ সম্পাদক আমজাদ হোসন, সরোজগঞ্জ ক্যাম্প ইনচার্জ ইন্সপেক্টর আব্দুল আলিম, সহ-সভাপতি হাজি আবুল কাশেম, পদ্মবিলা ইউপির প্যানেল চেয়ারম্যান আলম হোসেন, প্যানেল চেয়ারম্যান ২ আব্দুর রউফ মিয়া, ইউপি সদস্য সাইফুল আজম রবি, হাসানুজ্জামান, মজিবুল হক, জাহিদের পিতা ইউপি সদস্য কামাল হোসেন, সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাসুদ আলম, শফিকুল ইসলাম, সাইদুজ্জামান, নুরুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন, আব্দুল জলিল, আবু সাঈদ, পদ্মবিলা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি রবকুল আলম, সাধারণ সম্পাদক ইকরামুল হক জান্টু, আ.লীগ নেতা জাহিদুল ইসলাম, ডিঙ্গেদহ মাদরাসার সুপার ইসমাঈল হোসেন, ধুতুরহাট ঝিলখালীপাড়া জামে মসজিদের ঈমাম আলম হোসেন, শাহাপুর মাদরাসার সুপার মুদ্দাসছির হুসাইন প্রমুখ। দোয়া পরিচালনা করেন সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ধর্ম শিক্ষক ও জামে মসজিদের খতিব আব্দুর জব্বার। এছাড়া মরহুমের দোয়া মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, সহপাটিসহ এলাকার সুধীজন।

উল্লেখ্য, জাহিদ হাসান গত ৭ আগস্ট যশোর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হন। গত ৯ আগস্ট রাতে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More