চুয়াডাঙ্গার ভালাইপুর মোড় আজমেরী ট্রান্সপোট অফিস থেকে প্রতারণা করে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

ভালাইপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার ভালাইপুর মোড় আজমেরী ট্রান্সপোট অফিস থেকে প্রতারণা করে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

জানা গেছে, চুয়াডাঙ্গা সদরের ভালাইপুর মোড়ের ট্রাক বন্দোবস্তকারী অফিস আজমেরী ট্রান্সপোটে এসে গোকুলখালী, কুলপালা এলাকার বিভিন্ন বাগানের আম লোড দেয়ার কথা বলে পাটকেলপোতার সুজন। মেহেরপুর তার ব্যবহৃত মোবাইল নম্বর ০১৯২৪-২৬৪৫৩৬ দিয়ে ট্রাক ভাড়া চাই। একটি ট্রাক ভাড়া নিয়ে আম চাষিদের ১৫ হাজার টাকা বাকি শোধ করে ট্রাকে আম লোড করে, ফিরে যাবার সময় গাড়ি ভাড়াসহ এই ১৫ হাজার টাকা ফেরত দেবে বলে প্রতারণা করে সটকে পড়েছে।

এ বিষয়ে আজমেরী ট্রান্সপোট স্বত্বাধিকারী নাসির উদ্দিন বলেন, একটি ৮০ সিসি মোটরসাইকেলযোগে অফিসে এসে আম লোড দেয়ার কথা বলে ২টি ট্রাক ভাড়া চাই সুজন নামক ওই ব্যক্তি, আমি ঢাকা মেট্রো-৬-১৪-৬৭২৫ গাড়িটি ভাড়া পাঠায়, প্রতারক আম চাষিদের ১৫ হাজার টাকা পরিশোধ করবে বলে আমার কাছ থেকে টাকা ধার নিয়ে, ট্রাক লোড দিয়ে, ফিরে যাবার সময় ট্রাক ভাড়াসহ পরিশোধ করবেন বলে প্রতারণা করে চলে গেছে। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার একটি লিখিত অভিযোগ করেছেন বলে জানান।

ঢাকা মেট্রো-৬-১৪-৬৭২৫ গাড়িটি ড্রাইভার মাগুরা জেলার মৃত মজিদ মোল্লার ছেলে আশরাফ আলী বলেন, গাড়ি নিয়ে ভালাইপুর গ্রাম নামক স্থানে একটি গোডাউনের কাছে পৌঁছুলে, আম ব্যাপারী সুজন আমাকে দাড় করিয়ে বলেন এই গোডাউনে আমার আমের কেরেট আছে, আপনি কেরেটগুলো নিয়ে সামনে বাগানে চলে আসেন। দীর্ঘ কয়েক ঘন্টার করেও গোডাউন না খুললে, আমি তার ব্যবহৃত মোবাইলের ০১৯২৪-২৬৪৫৩৬ ফোন দিলে সে আর ফোন রিসিভ করেনি। লিখিত অভিযোগের পেক্ষিতে চুয়াডাঙ্গা সদর থানায় পুলিশ মোবাইল নম্বরের সূত্রধরে প্রতারককে শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা করবেন বলে জানান।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More