চুয়াডাঙ্গার মেয়ে মাহফুজা আমিন মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন

স্টাফ রিপোর্টার: ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের এমবিএ-২০১৮ (২০২১ সালে অনুষ্ঠিত) পরীক্ষায় অসামান্য কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন চুয়াডাঙ্গা পৌরসভা এলাকার বেলগাছী গ্রামের মেয়ে মাহফুজা আমিন। তিনি সিজিপিএ ৩.৭৯ পেয়ে প্রথম স্থান লাভ করেন যা বিভাগের ইতিহাসে অন্যতম রেকর্ড মার্কস। গত ৬ নভেম্বর পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ের এক বিজ্ঞপ্তির মাধ্যমে উক্ত রেজাল্ট প্রকাশিত হয়। ২০১৯ সালে অনার্স ৪র্থ বর্ষ চলাকালীন মাহফুজা আমিনের বিয়ে হয় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার গাফফারুল ইসলামের সঙ্গে। তারপর সংসারেই মনোযোগী হন মাহফুজা আমিন। তাছাড়া ২০২০ সালের বিভাগীয় শিক্ষা সফরে বাস দুর্ঘটনায় গুরুতর আহত হন মাহফুজা আমিন। শারীরিক অসুস্থতা এবং সংসার সামলেও নিজের পড়াশোনা ঠিকই চালিয়ে গেছেন একনিষ্ঠভাবে। এমনকি চলতি বছরে মাহফুজা এমবিএ পরীক্ষা দিয়েছেন গর্ভকালীন অবস্থায়। এতকিছুর পরেও মাহফুজা তার লক্ষ্যে পৌঁছুতে পেরে তার অনুভূতি জানাতে গিয়ে বলেন, শুনেছি সৎ নিয়ত ও সততার সাথে পরিশ্রম করে গেলে আল্লাহ নাকি নিরাশ করেন না, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে নিরাশ করেননি’। এর আগে মাহফুজা আমিন চুয়াডাঙ্গা বালিকা বিদ্যালয় থেকে এসএসসি তে জিপিএ ৫.০০, চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে এইচএসসিতে জিপিএ ৫.০০ এবং ব্যবস্থাপনা বিভাগ, ইবি থেকে বিবিএ তে ৩.৬৭ পেয়ে উত্তীর্ণ হন। মাহফুজা বেলগাছী গ্রামের সুবে. মেজর রুহুল আমিন ও শামীমা নাসরিনের একমাত্র কন্যা।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More