চুয়াডাঙ্গার সরোজগঞ্জে রাস্তার দু’পাশে গাছের গুঁড়ি রেখে ব্যবসা

সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজারে রাস্তার দু’পাশে কাঠ ব্যবসায়ীরা কাঠ স্তূপ করে রাখায় সাধারণ মানুষ ও যান চলাচলে মারাত্মক বিঘœ ঘটছে। ভারি যানবাহনকে সাইড দিতে গিয়ে রিকশা, ভ্যান ও মোটরসাইকেল এমনকি পথচারীরা প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ছেন। সরোজগঞ্জ মিতালী সিনেমাহল থেকে তেলপাম্প পর্যন্ত সড়কে বেশ কটি স’মিল রয়েছে। স’মিলকে ঘিরে কাঠ ব্যবসায়ীরা প্রত্যন্ত অঞ্চল থেকে কাঠ এনে ব্যস্ততম এ সড়কের দু’পাশ দখল করে কাঠের ব্যবসা করছে। ছাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়, আবুল হোসেন দাখিল মাদরাসার প্রবেশ ও ছুটি শেষে সহস্রাধিক ছাত্র-ছাত্রী প্রতিদিন বিড়ম্বনার শিকার হচ্ছে। এমনকি জীবনের ঝুঁকি নিয়ে ফুটপাত না থাকায় ব্যস্ততম রাস্তায় উঠে তাদেরকে চলাচল করতে হয়। ইতিপূর্বে দৈনিক মাথাভাঙ্গায় সংবাদ প্রকাশিত হওয়ায় উপজেলা নির্বাহী অফিসার ফুটপাত দখলমুক্ত রাখতে উদ্যোগ নেন। কিন্তু তখন সফল হলেও বর্তমানে কোনো উদ্যোগ না নেয়ায় কাঠব্যবসায়ীরা ফুটপাত দখল করে আবারও কাঠ স্তূপ করে রাখছেন। পথচলা মানুষ ও রিকশা ভ্যান শ্রমিকসহ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ব্যস্ততম সড়কটি অবিলম্বে দখলমুক্ত করার দাবি জানিয়েছেন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More