চুয়াডাঙ্গার সিএন্ডবিপাড়ায় নির্বাচনী সভায় পৌর মেয়র জিপু চৌধুরী

আপনারা চাইলে আগামীতেও সেবক হয়ে থাকতে চাই

স্টাফ রিপোর্টার: পৌরসভা নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গার কেদারগঞ্জ সিএন্ডবিপাড়ায় নির্বাচনী আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয়দের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। এসময় তিনি বলেন, আপনাদের সেবা করার জন্য ভোট দিয়ে আমাকে মেয়র বানিয়েছেন। আমি মেয়র হিসেবে না থেকে সবসময় আপনাদের সেবক হয়ে থাকার চেষ্টা করেছি। পূর্ণ সেবা দেয়ার চেষ্টা করেছি। চুয়াডাঙ্গার উন্নয়নে রাত-দিন বাইরে বাইরে থেকেছি। আর এই উন্নয়ন দেখে একটি মহল ঈর্ষান্বিত হয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাকে হুমকি-ধামকিও দিয়েছে। পৌরসভায় তালা পর্যন্ত মারতে গিয়েছে। আমার সাথে যারা রয়েছেন তারাও হুমকি-ধামকির সম্মুখিন হয়েছেন। বিভিন্ন সময় হামলার শিকারও হতে হয়েছে। তারপরও আপনাদের সাহসে আমি অনড় অবস্থানে থেকে পৌরবাসীর উন্নয়নে পৌর এলাকার উন্নয়নকাজ চালিয়ে গিয়েছি। আপনারা চাইলে ভবিষ্যতেও আমি আপনাদের সেবক হয়ে থাকতে চাই। নুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম শফি, অ্যাড. নুরুল ইসলাম, সিএন্ডবি জামে মসজিদের ইমাম আব্দুল গনি, স্থানীয় আওয়ামী লীগ নেতা বাবর আলী, ওমর আলী, শামসুল ম-ল, আলী ম-ল, আরশেদ ম-ল, আছির উদ্দীন কলম, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান হাফিজ, ইমরান আহম্মেদ বিপ্লব, ওয়াসিম, ইছানুল হক ইশা, আব্দুল কুদ্দুস, সাব্বির আহম্মেদ, তৌহিদুল ইসলাম, শেরআলী, জেলা দোকান মালিক সমিতির প্রচার সম্পাদক মাফিজুর রহমান মাফি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসাইন জ্যাকি, পৌর ছাত্রলীগের সহসভাপতি জাহাঙ্গীর হোসেন। এছাড়াও বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More