গড়াইটুপি প্রতিনিধি: চুয়াডাঙ্গার গহেরপুর-সড়াবাড়ীয়া সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত সোহাগ হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সোহাগ (২২) চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের সুজায়েতপুর গ্রামের মোস্তফার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের সুজায়েতপুর গ্রামের জিয়া হোসেনের ছেলে তৌফিক ও একই গ্রামের মোস্তাকের ছেলে সোহাগ প্রয়োজনীয় কাজ শেষে এপাচি-৪ ভি গাড়ী করে বাড়ি ফিরছিলেন। এ সময় গহেরপুর-সড়াবাড়ীয়া সড়কের সালিকচারা নামকস্থানে বিপরীত দিক থেকে আসা জৈনক এক ব্যক্তি হিরোহোন্ডা স্পিলেন্ডার গাড়িতে আসছিলেন। একটি গাড়িকে অভারটেক করতে গিয়ে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে করে ৩ জন আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে সোহাগের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরবর্তীতে পরিবারের লোকজন সোহাগকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত ২ টার দিকে সোহাগের মৃত্যু হয়। গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৪ টার দিকে সোহাগের লাশ নিজ গ্রাম সুজায়েতপুর পৌছালে স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.