চুয়াডাঙ্গার হিজলগাড়ী বাজারে দোকানের টিনের চালকেটে দুঃসাহসিক চুরি : ৫ পাহারাদার আটক

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার হিজলগাড়ী বাজারে একেবারে নাকের ডগায় মেসার্স মামুন ভ্যারাইটিজ স্টোরের উপরের টিনের চালকেটে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। নগদ দেড়লাখ টাকাসহ প্রায় ৪ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়েগেছে চোরে। বাজারের প্রাণকেন্দ্র এমন দুঃসাহসিক চুরির ঘটনায় বাজারের ব্যবসায়ী মহলকে ভাবিয়ে তুলেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ বাজারের ৫ জন পাহারাদারকে আটক করেছে। এলাকায় একের পর এক চুরির ঘটনায় জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন। চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের বোয়ারিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে সুমন হিজলগাড়ী বাজারের প্রধান সড়কের একেবারে প্রাণকেন্দ্রে বিকাশসহ মেসার্স মামুন ভ্যারাইটিজ স্টোরের দোকানটি প্রতিদিনের ন্যায় মঙ্গলবার বেচাবিক্রি সেরে দোকান বন্ধ করে বাড়িতে চলেযান তিনি। পরের দিন বুধবার সকালে দোকান খুলে দেখেন দোকানের উপরের টিনের চাল কাটা। এ সময় লক্ষ্য করে দেখেন দোকানে রাখা নগদ ১ লাখ ৫০ হাজার টাকা, একবস্তা বিভিন্ন ব্রা-ের সিগারেটসহ বহুমূল্যবান মালামাল চুরি করে নিয়েগেছে চোরে। দোকানি সুমন জানায় নগদ টাকাসহ তার প্রায় ৪ লাখ টাকার মালামাল খোয়াগেছে। এদিকে বাজারের একেবারেই প্রধান সড়কের উপরের দোকানে এমন দুঃসাহসিক চুরির ঘটনায় বাজারের ব্যবসায়িদের ভাবিয়ে তুলেছে। একই ধরনের চুরি হিজলগাড়ী ও দোস্তবাজারে একাধিক বার ঘটলেও একটি চুরির ঘটনার কুলকিনারা করতে পারেনি পুলিশ। শুধু বাজার নয় আশপাশ এলাকায় গরুসহ নানা ধরনের ছোট খাট চুরির ঘটনা ঘটেই চলেছে। ফলে জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন। এদিকে এ ঘটনায় হিজলগাড়ী বাজারের ৫ পাহারাদারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। দর্শনা থানার অফিসার ইনচার্জ ওসি লুৎফুল কবির বলেন, হিজলগাড়ী বাজারের চুরির ঘটনা অনেকটাই নাকের ডগাই ঘটে যাওয়া ঘটনা, একটি সূত্র মাথায় নিয়ে এগোচ্ছি। আশাকরি অপরাধিদের সনাক্ত করা সম্ভব হবে।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More