চুয়াডাঙ্গায় করোনা রোগীদের জন্য অক্সিজেন সেবা উদ্বোধনকালে শরীফ হোসেন দুদু

ফোন করলেই বিনামূল্যে অক্সিজেন পৌঁছে যাবে বাড়ি
স্টাফ রিপোার্টার: চুয়াডাঙ্গা পৌর এলাকায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জরুরি চিকিৎসা সেবার জন্য ২৪ ঘন্টা বিনামূল্যে অক্সিজেন সেবার উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি যুবলীগ নেতা শরীফ হোসেন দুদু কেদারগঞ্জস্থ তার নিজ কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় শরীফ হোসেন দুদু বলেন, প্রতিনিদিই করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এজন্য অক্সিজেন সংকট দেখা দিয়েছে। এ জন্য আমরা বিনামূল্যে করোনা আক্রান্ত রোগীদের বাড়িতে অক্সিজেন পৌঁছে দেবো। তিনি আরও বলেন, মহামারী করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জরুরি সেবা নিশ্চিতের জন্য সার্বক্ষণিক ৪টি হটলাইন মোবাইল নাম্বার (০১৭১২-৫৩৫৩৪২, ০১৭১৫-৪৪৭৬৭৬, ১০৯১৩৩৪৪২৯৫ ও ০১৭১০-০৩৫২২২) থাকছে। জরুরি প্রয়োজনে এ নাম্বারগুলো কল দিয়ে পৌরসভার মধ্যেকার যে কেউ বিনামূল্যে অক্সিজেন সেবা পাবেন। তিনি আরও বলেন, গাড়ি সংকট থাকায় বর্তমানে শুধু পৌরসভার মধ্যে আমরা এ সেবা চালু করলাম। আগামীতে করোনা রোগীদের জন্য জেলাব্যাপী অক্সিজেন সুবিধা নিশ্চিত করা হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা যুবলীগ সদস্য অ্যাড. তছলিম উদ্দিন, ফিরোজ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মাহবুবুল ইসলাম সেলিম, আব্দুস সামাদ, খাইরুল ইসলাম, জেলা যুবলীগের সাবেক সদস্য মো. আনসারুল্লাহ, চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের নাইম পারভেজ সজল, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকরামুল, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসাইন জ্যাকি, সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন রেজা, চুয়াডাঙ্গা জেলা জাতীয় শ্রমিক লীগের অর্থ বিষয়ক সম্পাদক আবুল কালাম, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক জীবন, সাংগাঠনিক স্বপন, যুবলীগ নেতা আলমগীর হোসেন, কেদারগঞ্জ বাজার কমিটির সভাতি গোলাম মোর্তূজা, সাধারণ সম্পাদক নূর আব্বাস, সহসভাপতি ডা. নজরুল ইসলাম, মুন্না, হান্নান, ইমরোজ, সজল, খালেক, খোকন, রুশার, ফায়াজ, উজ্জল, মিরাজ, মানিক ও ম-ল প্রমুখ।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More