চুয়াডাঙ্গায় কর্মহীন মানুষের মাঝে প্রাণিসম্পদ বিভাগের মানবিক সহায়তা প্রদান

স্টাফ রিপোর্টার : চুয়াডাঙ্গায় কোভিড-১৯ সংক্রমণে চলমান লকডাউনে দুস্থ ও কর্মহীন ৮০ জন মানুষের মাঝে প্রাণিসম্পদ বিভাগ কর্তৃক মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল রোববার বেলা ১০টায় সদর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে এ মানবিক সহায়তা প্রদান করা হয়।
এসময় প্রত্যেককে ৫ কেজি চাল, সয়াবিন তেল ৫০০ গ্রাম, লাচ্ছা ১ প্যাকেট, চিনি ৫০০ গ্রাম, ডিম ১০টি ও দুধ ৫০০ গ্রাম রয়েছে।
এসময় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.এএইচএম শামীমুজ্জামান, অবসরপ্রাপ্ত প্রাণিসম্পদ বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মিয়া মো. জিল্লুর রহমান ও উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আবুল কাশেম উপস্থিত ছিলেন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More