চুয়াডাঙ্গায় খাসি নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা  

 

স্টাফ রিপোর্টার: পর্দা নেমেছে ফুটবল মহারণের। পুরো একমাস ধরে বিশ্ব বুদ ছিলো এই খেলা নিয়ে। বিশ্বকাপ ফুটবলের ২২তম আসরের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। আর এতেই আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী মাতে জোয়ার ভাঙা আনন্দে। এরই ধারাবাহিকতায় বিশ্বকাপ ফুটবল দুদিন আগে শেষ হলেও গতকাল মঙ্গলবার বিকেলে চুয়াডাঙ্গা জেলা শহরে আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়। এই শোভাযাত্রায় ভূরিভোজের জন্য কেনা খাসি ছাগলও প্রদর্শন করে ভক্ত-সমর্থকরা। প্রায় শতাধিক মোটরসাইকেল নিয়ে চুয়াডাঙ্গা জেলার আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর উপদেষ্টা চুয়াডাঙ্গা পৌর কাউন্সিলর কামরুজ্জামান চাঁদের নেতৃত্বে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল রোডের হেলথ এইড মেডিকেল সেন্টার সংলগ্ন মাঠে এসে শেষ হয়। এর আগে একই স্থান থেকে আনান্দ মিছিল ও শোভাযাত্রাটি শুরু হয়। শোভাযাত্রাটি পরিচালনা করেন রামিম হাসান সৈকত ও শেখ সুইট। আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রার সামনে ব্যাটারি চালিত একটি ভ্যানে খাসি ছাগলটি রেখে পেছন থেকে আর্জেন্টাইন সমর্থকরা সেøাগান দেন-‘কাপ নিয়েছে মেসি, তাই খাচ্ছি খাসি’। এছাড়া আর্জেন্টিনা দলকে নিয়ে বিভিন্ন সেøাগান দিতে দেখা যায় ভক্ত-সমর্থকদের। শিশু-কিশোরসহ সব বয়সী আর্জেন্টিনা সমর্থকদের এতে স্ফূর্তভাবে অংশ নিতে দেখা যায়। এদিকে, সামনে ছাগল রেখে আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রার ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এই ছবি দেখে অনেকেই বলছেন-আর্জেন্টিনা সমর্থকরা একটু বেশিই বাড়াবাড়ি করছে। আবার অনেকে বিষয়টি আর্জেন্টিনা ও লিওনেল মেসির প্রতি ভালবাসার প্রকাশ বলে আখ্যায়িত করছেন। এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলা আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর উপদেষ্টা কাউন্সিলর কামরুজ্জামান চাঁদ বলেন, আজ মেসির জন্যই আর্জেন্টিনা ৩৬ বছর পর চ্যাম্পিয়ন হলো বিশ্বকাপ ফুটবলে। সৌদি আরবের কাছে হেরে আমরা অনেক ট্রলের শিকার হয়েছি। অবশেষে বিশ্বকাপ জয় করে সবকিছুর জবাব দেয়া হয়েছে। তিনি আরও বলেন, আমরা যে ভূরিভোজের আয়োজন করেছি, এতে ব্রাজিল, ফ্রান্স, পর্তুগাল ও জার্মানিসহ সব দলের সমর্থকদের দাওয়াত দিয়েছি। ভালো লাগার বিষয় সবাই এই ভূরিভোজে স্ফূর্তভাবে অংশ নিয়েছেন এবং আর্জেন্টিনা সমর্থকদের সাথে আনন্দে মেতেছেন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More