চুয়াডাঙ্গায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: ‘উন্নত স্যানিটেশন নিশ্চিত করি, করোনাভাইরাস মুক্ত জীবন গড়ি, প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা পৌরসভা কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের শহীদ হাসান চত্বর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন ৮নং ওয়ার্ডের কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি।
প্রধান অতিথি ছিলেন পৌর প্যানেল মেয়র মুন্সি রেজাউল করিম খোকন। উপস্থিত ছিলেন সংরক্ষিত পৌর কাউন্সিলর সুলতানা আরা রতœা, শাহিনা আক্তার শেফালি খাতুন, ১নং ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর আলম, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর নাজরিন পারভীন মলি, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর আলম মালিক, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর গোলাম মস্তফা শেখ মাস্তার, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর রাসেদুল হাসান মানু, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল হোসেন, পৌর সচিব কাজী শরিফুল ইসলাম, টিকাদান সুপারভাইজার আলী হোসেনসহ অন্যরা।
সমাবেশে উন্নত স্যানিটেশন নিশ্চিত করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রধান অতিথি পৌর প্যানেল মেয়র মুন্সি রেজাউল করিম খোকন বলেন, দেশব্যাপী স্যানিটেশন কার্যক্রমকে গতিশীল করতে ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষে প্রতিবছরের মতো এবারও শুরু হয়েছে ‘জাতীয় স্যানিটেশন মাস ২০২০’। জনগণের জীবনমান উন্নয়নের জন্য উন্নত টেকসই স্যানিটেশন ব্যবস্থা একটি অন্যতম পূর্বশর্ত। দেশের জনস্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন করতে হলে সবার জন্য স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে হবে। দেশব্যাপী স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে একটি সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন। এ লক্ষ্যে সরকারের প্রচারাভিযানের অংশ হিসেবে প্রতি বছর অক্টোবর মাসকে ‘জাতীয় স্যানিটেশন মাস’ হিসেবে উদযাপন করা হয়।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More