চুয়াডাঙ্গায় তিন দফা দাবিতে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় মহামারী করোনায় ক্ষতি কাটিয়ে উঠতে বিশেষ প্রণোদনা প্যাকেজ ও অনুদান বরাদ্দের দাবিসহ তিন দফা দাবি জানিয়েছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখা। বুধবার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এক স্মারকলিপি দিয়েছে পুস্তক ব্যবসায়ীদের সংগঠনটি। স্মারকলিপিতে সরকারের কাছে তাদের দাবির মধ্যে রয়েছে, ১. বাংলাদেশের পুস্তক ব্যবসা খাতের জন্য কমপক্ষে এক হাজার কোটি টাকার সহজশর্ত ঋণের বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা। যা যেকোনো তফসিলি ব্যাংক, পল্লীসঞ্চয় ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক, পিকেএসএফ প্রভৃতির মাধ্যমে সমিতির পরামর্শ ও সহযোগিতায় বণ্টন ও প্রদান করা যেতে পারে। ২. প্রায় ২৬ হাজার পুস্তক ব্যবসায়ী পরিবারের জন্য এককালীন অনুদান একশ কোটি টাকা বরাদ্দ প্রদান। যা ৬৪ জেলার জেলা প্রশাসক এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কেন্দ্রীয়, জেলা ও উপজেলা কমিটির মাধ্যমে এই অর্থ বিতরণ করা যেতে পারে। ৩. বিভিন্ন স্কুল-কলেজের লাইব্রেরিকে সমৃদ্ধ করতে একাডেমিক ও সৃজনশীল বই ক্রয়ের জন্য পাঁচশ কোটি টাকার বিশেষ বরাদ্দ প্রদান করা। স্মারকলিপিটি চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার গ্রহণ করেন এবং যথাযথ স্থানে পৌঁছে দেয়ার আশ্বাস প্রদান করেন। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মহসিন, কোষাধ্যক্ষ আমির হোসেন বাবু ও সিনিয়র সহসভাপতি সিরাজুল ইসলামসহ সংগঠনটির সদস্যরা। সভাপতি হারুন অর রশিদ বলেন, চুয়াডাঙ্গা জেলায় ১১১জন পুস্তক ব্যবসায়ী আছেন। যাদের অধীনে প্রায় পাঁচশ কর্মচারী আছেন। মহামারী করোনাকালীন সময়ে আমরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছি। এখনো ক্রেতার সংখ্যা খুবই কম। ক্ষতি পুষাতে অনুদান ও প্রণোদনা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছি।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More