চুয়াডাঙ্গায় দরিদ্র ও নিম্নআয়ের মানুষের পাশে মিনিস্টার গ্রুপ

স্টাফ রিপোর্টার: করোনা মহামারীতে চুয়াডাঙ্গার দরিদ্র ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়িয়েছে মিনিস্টার গ্রুপ। মিনিস্টার গ্রুপের উদ্যোগে মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান এবং এফবিসিসিআই-এর সহ-সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ-কমিটির সদস্য এমএ রাজ্জাক খান রাজের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। গতকাল চুয়াডাঙ্গা পৌরসভার ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের দুস্থ ও নিম্ন আয়ের শতাধিক নারী-পুরুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার ৪, ৫ও ৬নং সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও প্যানেল মেয়র সুলতানা আঞ্জুমানা আরা রতœা, মিনিস্টার মাইওয়ান চুয়াডাঙ্গার শাখা ব্যবস্থাপক কামরুজ্জামান বিশ্বাস, সহ-ব্যবস্থাপক আনিছুজ্জামান, রাজ্জাক মল্লিক, নুরুর আলম, মুক্তার হোসেন, মিয়া সোয়েবসহ মিনিস্টার গ্রুপের কর্মকর্তাবৃন্দ। করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় সারাদেশে সরকার ঘোষিত কঠোর লকডাউন চলছে। এতে বিপাকে পড়েছে গরিব, দুস্থ ও নিম্ন আয়ের মানুষ। এমতাবস্থায় তাদের পক্ষে খাবার ব্যবস্থা করা কষ্টসাধ্য। তাই মিনিস্টার গ্রুপের পক্ষ থেকে এ সমস্ত পরিবারের জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, করোনা মহামারীর শুরু থেকে রাজধানীর বিভিন্ন এলাকা, বন্যাদুর্গত এলাকা, চুয়াডাঙ্গাসহ দেশের বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণের পাশাপাশি বিনামূল্যে মিনিস্টারের উৎপাদিত মাস্ক, হ্যান্ড ওয়াশের মত বিভিন্ন সুরক্ষা পণ্য বিতরণ করেছে মিনিস্টার গ্রুপ। জাতীয় যেকোনো দুর্যোগময় পরিস্থিতিতে মিনিস্টার গ্রুপ সর্বদা মানুষের পাশে থাকে। আমার পণ্য আমার দেশ, গড়বো বাংলাদেশ’ এই সেøাগানকে লালন করে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে মিনিস্টার গ্রুপ।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More