চুয়াডাঙ্গায় পৌর এলাকায় মশা নিধন কার্যক্রম শুরু

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌর এলাকায় মশা নিধন কার্যক্রম শুরু হয়েছে। পৌরসভার ৯টি ওয়ার্ড এলাকায় চলছে এ কার্যক্রম। প্রতিটি ওয়ার্ডে ৬জন কর্মী প্রতিদিন দু’বার করে মশা নিধনে স্প্রে করছেন। এ কার্যক্রম চলবে মশা নিধন না হওয়া পর্যন্ত। এমনটাই জানিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ। চুয়াডাঙ্গার প্রতিটি পাড়া-মহল্লায় দেখা দিয়েছে মশার উপদ্রব। প্রায় সারাবছরই মশার উপদ্রব থাকলেও ঋতু পরিবর্তনের সাথে সাথেই ব্যাপকভাবে তা বৃদ্ধি পেয়েছে। এতে মানুষের দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটছে। কয়েল, স্প্রে বা মশারি টাঙিয়েও মশার উৎপাত থেকে রেহাই পাওয়া যাচ্ছে না। বিশেষ করে সন্ধ্যার পর মশার উপদ্রব বেড়ে যাওয়ায় অতিষ্ঠ হয়ে পড়েছেন এলাকাবাসী। ফলে মশা নিধনে কার্যক্রম শুরু করেছে চুয়াডাঙ্গা পৌরসভা। পাড়া-মহল্লার ড্রেন ও বাড়ির আঙিনায় ফগার মেশিন দিয়ে করা হচ্ছে স্প্রে। চুয়াডাঙ্গা পৌরসভার পরিদর্শক জুবায়ের রহমান বলেন, ৯টি ওয়ার্ডে প্রত্যেকটিতে ৬জন কর্মী দিনে দুই বার করে স্প্রে করছেন। মশা নিধন না হওয়া পর্যন্ত এ কার্যক্রম চলবে।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More