চুয়াডাঙ্গায় প্রকাশ্য কৃষি ঋণ বিতরণ

মার্কেন্টাইল ব্যংক লিমিটেডের অর্থায়নে আত্মবিশ্বাসের উদ্যোগ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা আত্মবিশ্বাসের উদ্যোগে মার্কেন্টাইল ব্যংক লিমিটেডের অর্থায়নে প্রকাশ্য কৃষি ঋণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪টায় আলুকদিয়া মনিরামপুরে আয়োজিত অনুষ্ঠানে সংস্থার ১০০ জন সদস্যের মধ্যে ৫০ হাজার টাকা করে মোট ৫০ লাখ টাকার কৃষি ঋণ প্রকাশ্যে বিতরণ করা হয়।

আত্মবিশ্বাসের নির্বাহী পরিচালক আকরামুল হক বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ধানমন্ডি শাখার প্রধান মো. হুমায়ন কবির। বিশেষ অতিথি ছিলেন মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ও কৃষি ঋণ বিভাগের প্রধান মোহাম্মদ সফরুজ্জামান খান, ধানমন্ডি শাখার ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মনির হোসেন খান ও প্রধান কার্যলালয়ের কৃষি ঋণ বিভাগের ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট সাজ্জাদুর রহমান।

আত্মবিশ্বাসের পরিচালক রফিকুল হাসান জোয়ার্দ্দারের সঞ্চালনায় পরিচালিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আত্মবিশ্বাসের সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) মো. আক্কাস আলী, সহকারী পরিচালক (মাইক্রোফাইনান্স) একেএম হাসানুজ্জামান, জোনাল ম্যানেজার মো. আবু সাদাত রিমু, প্রশাসনিক কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, মানবসম্পদ কর্মকর্তা শাহ্ আলম আলো, আলুকদিয়া শাখার শাখা ব্যবস্থাপক মো. আলমগীর আনসারীসহ আত্মবিশ্বাসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ধানমন্ডি শাখার প্রধান মো. হুমায়ন কবির বলেন, বাংলার ব্যাংক মার্কেন্টাইল গণ-মানুষের কথা ভাবে, তাদের উন্নয়নে কাজ করে। তাই কৃষি ঋণ বিতরণের মাধ্যমে কৃষকদের ভাগ্য উন্নয়নে কাজ করছে। তারই ধারাবাহিকতায় নিজস্ব সক্ষমতার পাশাপাশি এমএফআই/ এনজিও এর মাধ্যমে গ্রহক পর্যায়ে কৃষি ঋণ বিতরণ করছে। তিনি তার বক্তব্যে কৃষি ঋণ নিয়ে কৃষি খাতে ব্যবহারের মাধ্যমে ঋণের সৎ ব্যবহারের ওপর গুরুত্ব দেন। মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের প্রধান কার্যলালয়ের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ও কৃষি ঋণ বিভাগের প্রধান মোহাম্মদ সফরুজ্জামান খান বলেন, কৃষক আমাদের অন্ন যোগায়, তাদের সুবিধা-অসুবিধার কথা আমাদের ভাবতে হবে, তাদের পাশে আমাদের থাকতে হবে। বাংলার ব্যাংক মার্কেন্টাইল ব্যাংক সবসময় কৃষকের পাশে ছিলো, ভবিষ্যতেও কৃষকের পাশে থাকবে। সভাপতির বক্তব্যে আত্মবিশ্বাসের নির্বাহী পরিচালক আকরামুল হক বিশ্বাস বলেন, আত্মবিশ্বাস প্রথম থেকেই কৃষকদের নিয়ে চিন্তা করে। কিভাবে কৃষকরা সহযোগিতা পেতে পারে, সেটি আমরা ভাবি। আমরা চিন্তা করে থাকি, কৃষক যেনো সহজভাবে সবকিছু করতে পারে। সেজন্য সহজ পদ্ধতিতে একেবারেই জামানতবিহীন এ কৃষি ঋণ দেয়া হচ্ছে।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More