চুয়াডাঙ্গায় ‘বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ পালিত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ‘বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ ২০২১’ পালিত হয়েছে। হোক সচেনতার বিস্তার, চাই এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স থেকে নিস্তার প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিস থেকে একটি র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূর্বের স্থানে ফিরে আসে। পরে সদর হাসপাতালের সম্মেলন কক্ষে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসানের সভাপতিত্বে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান বলেন, সারা বিশ্বে এন্টিমাইক্রোবাইয়াল রেসিসট্যান্স একটি স্বাস্থ্য সমস্যা। জীবাণুসমূহ অ্যান্টিবায়োটিকের প্রতি তাদের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করেই চলছে। জীবাণুগুলো অনেক রকম অ্যান্টিবায়োটিকের প্রতি প্রতিরোধী হয়ে পড়েছে। ফলে কম বা বেশি দামি সব ধরনের অ্যান্টিবায়োটিক সংক্রমণ চিকিৎসায় অকার্যকর হয়ে পড়ছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। এতে করে এ ধরনের রোগজীবাণু ব্যক্তির জন্য প্রাণঘাতী হওয়া ছাড়াও সমাজে ব্যাপক নেতিবাচক প্রভাব তৈরি করতে পারে। তাই এ সংক্রান্ত সচেতনতা তৈরির বিকল্প নেই। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ডা. মার্টিন হিরক চৌধুরী, চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল কনক কুমার দাশ, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এএসএম ফাতেহ আকরাম, সিনিয়র সার্জারি কনসালটেন্ট ডা. ওয়ালিউর রহমান নয়ন, গাইনি কনসালটেন্ট ডা. আকলিমা খাতুন, শিশু বিশেষজ্ঞ ডা. আসাদুর রহমান মালিক খোকন, শিশু বিশেষজ্ঞ ডা. মাহাবুবুর রহমান মিলন, জুনিয়র সার্জারি কনসালটেন্ট ডা. এহসানুল হক তন্ময়, অর্থোপেডিক কনসালটেন্ট ডা. আব্দুর রহমান, ডা. মিলনুজ্জামান জোয়ার্দ্দার, সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. এএসএম ফাতেহ্ আকরাম, ডেন্টাল সার্জন ডা. জয়নাল আবেদীনসহ জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More