দামুড়হুদা প্রতিনিধি:দূষনমুক্ত শহর গড়ি, সুন্দর সমাজ তৈরি করি” এই শ্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গার দামুড়হুদায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন ও পরিচ্ছন্নতা অভিযান করা হয়েছে।
পরিষ্কার পরিচ্ছন্ন শহর ও সমাজ গঠনের লক্ষে দামুড়হুদা উপজেলা যুবদলের আয়োজনে আজ মঙ্গলবার সকাল ১০ টায় দামুড়হুদা উপজেলা স্বাস্থ কমপ্লেক্স চত্বরের ময়লা আবর্জনা পরিষ্কার ও বৃক্ষ রোপন কার্যক্রম শুরু হয়। এসময় হাসপাতালে ভর্তি রোগীদের শুকনো খাবার বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা যুবদলের আহবায়ক মাহবুবুর রহমান বাচ্চু, সদস্য সচিব মাহফুজুর রহমান মিল্টন, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফসহ উপজেলা যুবদলের নেতৃবৃন্দ।
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.