চুয়াডাঙ্গায় যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের জন্মদিন পালন অনুষ্ঠানে নঈম জোয়ার্দ্দার

শেখ ফজলুল হক মনি ছিলেন বাংলাদেশের রাজনীতির উজ্জ্বল নক্ষত্র

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় বাংলাদেশ যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম শেখ ফজলুল হক মনির ৮২তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে চুয়াডাঙ্গা জেলা যুবলীগের দলীয় কার্যালয়ে এ আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় সভাপতিত্ব করেন জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার। এ সময় তিনি বলেন, যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম শেখ ফজলুল হক মনি ছিলেন বাংলাদেশের রাজনীতির উজ্জ্বল নক্ষত্র । যিনি জাতির জনক বঙ্গবন্ধুর শুধু স্নেহভাজন ছিলেন না ছিলেন বিশ্বস্থ এক নেতা। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দেশ যখন সঙ্কটে ছিলো তখন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের যুবসমাজকে এক করতে ও সঙ্কট উত্তরণে যুবলীগ প্রতিষ্ঠা করেন। আর তা পরিচালনার দায়িত্ব দেন তারই স্নেহভাজন শেখ ফজলুল হক মনিকে। তার হাত ধরেই আজকের এই যুবলীগ। যুগে যুগে আওয়ামী লীগকে শক্তিশালী করতে ও দেশের উন্নয়নে যুবলীগ অবদান রেখে চলেছে। আর এটা অব্যাহত রাখতে হলে সবাইকে একত্রিত হয়ে থাকতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নত দেশ হতে চলেছে। কিন্তু সেই একাত্তর ও পচাত্তরের ষড়যন্ত্রকারীরা আবারও নীল নকশা করছে। আমারা বাংলাদেশ যুবলীগ সবাই একত্রিত থাকলে ওই ষড়যন্ত্রকারীর কখনোই সফল হবে না। আজকে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম শেখ ফজলুল হক মনির ৮২তম জন্মদিনে তার আত্মার শান্তি কামনা করছি। এ সময় জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান জিল্লুর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আজাদুল ইসলাম আজাদ, হাফিজুর রহমান হাপু, সাজেদুল ইসলাম লাভলু, আবু বক্কর সিদ্দিক আরিফ, অ্যাড. তসলিম উদ্দিন ফিরোজ, শরীফ হোসেন দুদু, আলমগীর আজম খোকা প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবলীগ নেতা দরুদ হাসান, পিরু মিয়া, হাসুনর ইসলাম পলেন, শেখ শাহি, মাসুদুর রহমান মাছুম, আল ইমরান শুভ, জুয়েল জোয়ার্দ্দার, বিপ্লব হোসেন, রামিম হাসান সৈকত, সামিউল শেখ সুইট, তানভীর রেজা টুটুল, আশা, বক্কর, দিপু, সুমন, আলীম, লোকমান, শেখ রাসেল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গা জেলার সভাপতি শাওন রেজা কবির প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন জেলা স্টেডিয়াম জামে মসজিদের পেশ ইমাম হাফেজ ওমর ফারুক।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More