চুয়াডাঙ্গায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর উদ্যোগে জনসচেতনতামূলক প্রচারণা

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর উদ্যোগে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে জনসচেতনতামূলক প্রচারণা ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন ও রেললাইন সংলগ্ন আশপাশর এলাকায় এ প্রচারণা চালানো হয়। একইসাথে পোড়াদহ রেলওয়ে থানাধীন ১নং বীট চুয়াডাঙ্গা জিআরপি পুলিশ ফাঁড়ির বীট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়। জনসচেতনতামূলক প্রচারণা উপলক্ষে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন প্লাটফর্মের সামনে আয়োজিত এক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর দর্শনা সার্কেলের চীফ ইন্সপেক্টর হাসান সিহাবুল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত মোট ৯ মাসে রেলওয়ের বিভিন্ন রুটে ১১০টি চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটছে। পাথর নিক্ষেপের এসব ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী। এ সময় শতাধিক ট্রেনের জানালার গ্লাস ভেঙেছে। চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ থেকে মানুষকে বিরত রাখতে প্রচারণা চালাতে হবে। সাধারণ মানুষকে বোঝাতে হবে তার ছোড়া পাথরে তারই কোন আত্মীয় বা অন্য কারও মৃত্যু হতে পারে। এসময় ট্রেনের ছাদে, বাফারে ইঞ্জিনে অবৈধ চলাচল ও চেইন পুলিং থেকে বিরত থাকতে জনসাধারণকে অনুরোধ করেন তিনি। পরে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন ও এর আশপাশের এলাকায় জনসচেতনতামূলক প্রচাররণা চালানো হয়। এ সময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম জোয়ার্দ্দার, সংরক্ষিত নারী কাউন্সিলর শেফালী খাতুন, জিআরপি পুলিশ ফাঁড়ি চুয়াডাঙ্গার ইনচার্জ এসআই মাসুদ রানা, আরএনবির এএসআই আসাদুজামান রানা প্রমুখ।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More