চুয়াডাঙ্গায় সাংবাদিক কল্যাণ তহবিলের সহায়তার চেক বিতরণ

স্টাফ রিপোর্টার: ‘না আপনি উঠবেন না, আপনাকে আসতে হবে না। আমিই আপনার কাছে আসবো। আমি আপনার কাছে এসে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তার চেক (সাংবাদিক কল্যাণ তহবিলের) আপনার হাতে তুলে দেবো।’ উপরোক্ত কথাগুলো বললেন, করোনাকালীন সময়ে চুয়াডাঙ্গাবাসীর জন্য নীরব সেবকের দায়িত্ব পালনকারী জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। চুয়াডাঙ্গার প্রবীন সাংবাদিক, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সাবেক সভাপতি, বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মাহতাব উদ্দীনের হাতে চেক তুলে দেওয়ার সময় জেলা প্রশাসক উপরোক্ত কথাগুলো বলে উপস্থিত সকলের মন কেড়ে নেন। গতকাল রোববার বেলা ১টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে করোনাকালীন (দ্বিতীয় পর্যায়) ক্ষতিগ্রস্ত সাংবাদিকবৃন্দের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তার চেক বিতরণ করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম সরকার। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাজিয়া আফরিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের জয়েন্ট সেক্রেটারি ইসলাম রকিব। দ্বিতীয় পর্যায়ে ১০ হাজার টাকা করে প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তা লাভ করেন মাহাতাব উদ্দিন (দৈনিক মাথাভাঙ্গার নিজেস্ব প্রতিবেদক), রফিক রহমান (এটিএনবাংলা), আবুল হাশেম (ডেইলি অবজারভার), আতিয়ার রহমান (দৈনিক জনতা), খাইরুল ইসলাম (দৈনিক সমকাল) রাকিবা ইসলাম নীলা (দৈনিক নওরোজ)।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More