চুয়াডাঙ্গায় ১৯৭২ সালের এসএসসি ব্যাচের বন্ধু মিলনমেলা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ১৯৭২ সালের এসএসসি ব্যাচের বন্ধু মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় চুয়াডাঙ্গার অভিজাত হোটেল রেডচিলিতে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হওয়া মিলনমেলার স্মৃতি চারণমূলক আলোচনা ও পরিচিতি পর্বে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও পদ্মবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান মালিক। অনুষ্ঠানে বন্ধুরা দীর্ঘদিন পরে একে অপরকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে জড়িয়ে ধরে উচ্ছ্বাস প্রকাশ করার পাশা-পাশি আনন্দ অশ্রু ঝরান। এ মিলনমেলায় চুয়াডাঙ্গা ভি.জে স্কুলের ১৯৭২ সালের এসএসসি ব্যাচের দেড় শতাধিক বন্ধু উপস্থিতি ছিলেন। যাদের গড় বয়স ৬৫ বছর। এ বয়সেও সকলে এক সাথে আড্ডা, কবিতা আবৃত্তি, সংগীত পরিবেশন করে স্মৃতির পাখায় ভর করে ফিরে সেই শৈশবে। মিলনমেলার সার্বিক সমন্বয়ক ও ব্যবস্থাপনায় ছিলেন চুয়াডাঙ্গা ডিএফএর সভাপতি ও জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক রফিকুল ইসলাম লাড্ডু। এছাড়া বন্ধুদের মধ্যে পেশাগতভাবে দায়িত্ব পালনকারী হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাক-কান গলা বিভাগের বিভগীয় প্রধান আবুল হাসনাত মো. খোকন, সাবেক অধ্যক্ষ শ্যামল কুমার সাহা, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খুস্তার জামিল, জেলা দোকান মালিক সমিতির সভাপতি আব্দুল কাদের যগলু প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বন্ধু সোহরাব হোসেন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More