চুয়াডাঙ্গায় ৬ মাসের কিস্তি স্থগিত চেয়ে জেলা প্রশাসকের নিকট আবেদন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় করোনাকালীন সময়ে লকডাউনে নিম্ন ও মধ্যবিত্তরা বিভিন্ন বেসরকারি সংস্থার (এনজিও) কাছ থেকে নেয়া ঋণের কিস্তি দেয়া নিয়ে চাপে আছেন। এনজিওগুলো কিস্তি দেয়ার জন্য চাপ প্রয়োগ ও নতুন ঋণ দেয়ার কথা বলে ঋণগ্রহীতাদের কাছ থেকে কিস্তি আদায় করছে বলে অভিযোগ করা হয়েছে। এমতাবস্থায় ৬ মাসের কিস্তি স্থগিত চেয়ে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের নিকট আবেদন জানানো হয়েছে। এলাকাবাসীর পক্ষে চুয়াডাঙ্গা শহরতলি দৌলাতদিড়য়া গ্রামের আকুব্বার আলীর ছেলে ইসমাইল হোসেন এ আবেদনটি করেন।
আবেদনে উল্লেখ করা হয়, করোনার এ মহামারীতে আমাদের কাজ কর্ম না থাকায় এনজিও’র সাপ্তাহিক ও মাসিক কিস্তি দিতে পারছি না। অথচ প্রতি সপ্তাহে ও মাসে চুয়াডাঙ্গা জেলায় সিএস, ব্র্যাক, ইসলামী ব্যাংক, সিও, জণকল্যাণ সংস্থা, আশা, ওয়েভ, আত্মবিশ্বাস, গ্রামীন ব্যাংক, জাগরনী চক্রসহ বিভিন্ন এনজিও’র অফিসারগণ বাড়িতে বাড়িতে গিয়ে কিস্তির জন্য চাপ সৃস্টি করছে এবং জোরপূর্বক কিস্তি আদায় করছেন। কিস্তি দিতে না পারলে থানা ও আদালতে মামলা দিয়ে হয়রানীর হুমকি দিচ্ছেন তারা। তাদের অত্যাচারে অনেকে ঘর ছাড়া হয়ে পড়েছেন। অনেকেরই আত্মহত্যা করা ছাড়া কোনো পথ থাকবে না। মানবিক দিক বিবেচনা করে চুয়াডাঙ্গায় ৬ মাসের জন্য এনজিও’র কিস্তি বন্ধ রাখতে জেলা প্রশাসকের সুদৃষ্টি কামনা করা হয়েছে।

 

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More