চুয়াডাঙ্গা জেলা পুলিশের উপহার পেলো সদ্য ভূমিষ্ঠ দুই কন্যাসন্তানের পরিবার

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা পুলিশের উপহার সামগ্রী পেলেন সদ্য ভূমিষ্ঠ দুই কন্যাসন্তানের পরিবার। গতকাল রোববার চুয়াডাঙ্গার মালোপাড়া ও আলমডাঙ্গার নতিডাঙ্গা গ্রামে দুই পরিবারকে উপহার প্রদান করা হয়। মুজিববর্ষকে স্মরণীয় করে রাখতে চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন প্রকার সামাজিক, মানবিক ও উৎসাহমূলক গণমুখী কার্যক্রমের উদ্যোগ নেন। তারই ধারাবাহিকতায় কন্যাসন্তান হলে সেই পরিবারকে উপহার প্রদান করা হবে বলে সম্প্রতি ঘোষণা করেন তিনি।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার কেদারগঞ্জ মালোপাড়া থেকে মফিজুল হক ও সুলতানা পারভীন দম্পতির গত ১ জানুয়ারি কন্যাসন্তান ভূমিষ্ঠ হয়। গতকাল রোববার সকাল ১০টায় স্বজনরা পুলিশ কন্টোলরুমে সু-সংবাদ জানানোর সাথে সাথে পুলিশ সুপারের নির্দেশে কয়েকজন পুলিশ সদস্য ওই পরিবারে জন্য নিউবর্ণ বেবী প্যাকেজ, পোশাক, মিষ্টি, ফল, ফুলের তোড়া নিয়ে তাদের বাসায় উপস্থিত হয়।
গতকাল বেলা ১২টার দিকে একই উপহার সামগ্রী নিয়ে আলমডাঙ্গার নতিডাঙ্গা গ্রামের আমিনুর রহমান ও শামীমা খাতুন দম্পতির বাড়িতে উপস্থিত হন জেলা গোয়েন্দা পুলিশের ওসিসহ পুলিশ সদস্য। গত ১ জানুয়ারি তাদেরও কন্যাসন্তান জন্ম নেয়ার খবর গতকাল বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ কন্ট্রোল রুমে জানানো হয়।
এ বিষয়ে পুলিশ সুপার বলেন, দেশের মোট জনগোষ্ঠির অর্ধেকই নারী। এই বিপুল সংখ্যাক নারী পিছিয়ে থাকলে সামগ্রীক উন্নয়ন অসম্ভব। ফলে আইন শৃংঙ্খলা রক্ষা, নারীর ক্ষমতায়ন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং লিঙ্গ বৈষম্য দূরীকরণে চুয়াডাঙ্গার সর্বস্তরের জনসাধারণের কাছে সহযোগিতা কামনা করছি।

 

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More