স্টাফ রিপোর্টার: আবু হাসানুজ্জামান নুপুরকে আহ্বায়ক এবং ফকির মহাম্মদ ও মাহবুবুর রহমান মিলনকে যুগ্ম-আহ্বায়ক করে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন-বিএমএ চুয়াডাঙ্গা জেলা শাখার ১১সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বিএমএ চুয়াডাঙ্গার পক্ষ থেকে গতকাল শুক্রবার দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে। কমিটির সদস্যরা হলেন, ওয়ালিউর রহমান নয়ন, ওয়াহিদ মাহমুদ রবিন, শফিকুল ইসলাম শফিক, আকলিমা খাতুন, মোহাইমিনুল ইসলাম সাতিল, শফিউজ্জামান সুমন, রোকনুজ্জামান রুবেল ও এহসানুল হক তন্ময়। জেলায় কর্মরত চিকিৎসকদের পেশাভিত্তিক সংঘঠন বিএমএ চুয়াডাঙ্গা শাখার দপ্তর সম্পাদকের দায়িত্বপ্রাপ্ত মোহাইমিনুল ইসলাম জানান, সংগঠনের সদস্যদের মতামতের ভিত্তিতে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের আগ মুহুর্ত পর্যন্ত এই কমিটি দায়িত্ব পালন করবেন। এবং পূর্ণাঙ্গ কমিটি গঠন না হওয়া পর্যন্ত আহ্বায়ক কমিটির সদস্য শফিকুল ইসলাম কোষাধ্যক্ষ, আকলিমা খাতুন সাংস্কৃতিক সম্পাদক এবং এহসানুল হক সেমিনার, সিম্পোজিয়াম, গবেষণা, প্রন্থনা ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পালন করবেন।
পূর্ববর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.