চুয়াডাঙ্গা-মেহেরপুরের বিভিন্ন স্থানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা কোর্ট জামে মসজিদের মুসল্লিদের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা কোর্ট জামে মসজিদে দোয়া ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও কোর্ট জামে মসজিদের সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম খান, কোর্ট জামে মসজিদের সেক্রেটারি আব্দুর রশিদসহ এলাকার প্রায় ৫শ জন মুসল্লি, সুধীজন, সাংবাদিক, বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ দোয়া ও ইফতার মাহফিল অংশগ্রহণ করেন। দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন কোর্ট জামে মসজিদের ইমাম মুফতি রুহুল আমিন। প্রতি বছরের ন্যায় আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান কোর্ট জামে মসজিদের মুসল্লিগণ।

দামুড়হুদার জুড়ানপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশ আদর্শ সমাজ বিনির্মাণে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনাসভা ও ইফতার মাহফিল আয়োজন করে। সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জুড়ানপুর ইউনিয়ন শাখা-২ এর সভাপতি শাহীন আলম মিল্টন। শাখা কার্যালয় সংলগ্ন জায়গায় অনুষ্ঠানে প্রধান মেহমান ছিলেন জেলা শাখার সভাপতি হাসানুজ্জামান সজিব। বিশেষ মেহমান ছিলেন জেলা শাখার সহ-সভাপতি এনামুল কবীর জিপসী, সেক্রেটারি ইঞ্জিনিয়ার তুষার ইমরান, সহ-দফতর সম্পাদক মিজানুর রহমান মিলন, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক আব্দুল মজিদ,  ইউনিয়ন শাখা-১ এর সেক্রেটারি আবুল কালাম, শাখা-২ এর সেক্রেটারি রাশিদুল ইসলাম প্রমুখ।

হাটবোয়ালিয়া প্রতিনিধি জানিয়েছেন, আলমডাঙ্গার হাটবোয়ালিয়ায় এসএফ ডায়াগনস্টিক এন্ড ফিজিওথেরাপী সেন্টারের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার হাটবোয়ালিয়া এসএফ ডায়াগনস্টিক এন্ড ফিজিওথেরাপী সেন্টারের হলরুমে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাটবোয়ালিয়া ক্যাম্প ইনচার্জ মিজানুর রহমান, মেহেপুর পল্লী বিদ্যুতের সভাপতি ও হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি জিনারুল ইসলাম বিশ্বাস, মেডিকেল অফিসার ডা. মাসুক রহমান, পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক পরিচালক আবুল কালাম আজাদ, আ.লীগ নেতা আশরাফুজ্জামান নান্নু বিশ্বাস, ইউপি সদস্য রিপন বিশ্বাস, বিল্লাল হোসেন কালু, আজাদ আলী বিশ্বাস, হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শরিফুজ্জামান লাকি, বশির আলী বিশ্বাস, পল্লী চিকিৎসক মাসুম, স্বপন আলী, জিকরুল্লা সাকিব, এসএফ ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ডা. নুরুন নবী ছামদ এ্যানী, ম্যানেজার শরিফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কার্পাসডাঙ্গা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদা উপজেলার নাটুদাহের চারুলিয়ায় ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার চারুলিয়া দারুস সুন্নাত নুরুন্নাহার রুহুল আমিন মাদরাসার আয়োজনে মাদরাসা প্রাঙ্গনে প্রতিষ্ঠানের সভাপতি শিক্ষক হারুন উর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটুদাহ ইউপি চেয়ারম্যান ও মাদরাসার প্রতিষ্ঠাতা শফিকুল ইসলাম শফি। এসময় উপস্থিত ছিলেন শিক্ষক ফেরদৌস খান, ইসলাম শেখ, খলিলুর রহমান মেম্বার, শাহ আলম জিলন মেম্বার, মনিরুল মেম্বার, শাখাওয়াৎ মেম্বার, বাহারুল ইসলাম, শাহিনুল ইসলাম ডালিম, মাদরাসা পরিচালক মুফতি আব্দুর রাজ্জাক, হাজি আক্তারুজাম্মান রনি, সাজ্জাদ খান, ক্বারি তারিকুল ইসলাম, পুলিশ পরিদর্শক মো. ইব্রাহিম শেখ, এস আই ফরিদুল ইসলাম, মুকতি তাসমিন, হাফেজ সাকিব, ছাত্রলীগ নেতা লিমন খানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মুসুল্লিবৃন্দ।

মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার মেহেরপুর জেলা আইনজীবী ভবন মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মেহেরপুরের সভাপতি ও মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি মারুফ আহমেদ বিজনের সভাপতিত্বে ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে অ্যাড. আনোয়ার হোসেন, মিজানুর রহমান, ফরিদ উদ্দিন, মোখলেছুর রহমান স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।

কালীগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শহরের থানা রোডস্থ দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক মেয়র আলহাজ মাহাবুবার রহমানের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। দোয়া ও ইফতারপূর্ব আলোচনা সভায় ঝিনাইদহ-৪ সংসদীয় আসনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। ইফতারপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আয়নাল হাসান, ডা. নুরুল ইসলাম, তবিবুর রহমান মিনি, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম তোতা, নজরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক শহিদুল ইসলাম সাইদুল, পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ আলী জিন্নাহ, জাবেদ আলী প্রমুখ। আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াসহ দলের অসুস্থ সকল নেতাকর্মীদের সুস্থতা ছাড়াও দেশের সামগ্রিক কল্যাণে দোয়া করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More