চুয়াডাঙ্গা সদর হাসপাতাল চত্বর থেকে চুরি হওয়া মোটরসাইকেলসহ চোরচক্রের এক সদস্য আটক

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর হাসপাতাল চত্বর থেকে চুরি হওয়া মোটরসাইকেলসহ চোরচক্রের সদস্যদের একজনকে আটক করেছে পুলিশ। গতপরশু বুধবার রাতে জীবননগর উপজেলার হাসাদহ এলাকা থেকে তাকে আটক করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। আটককৃত চোরচক্রের সদস্য চুয়াডাঙ্গা শান্তিপাড়ার আমসার আলীর ছেলে আব্দুল হালিম (৩৪)। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহাঙ্গীর আলম বলেন, গত ২৯ জুন সকাল ৯টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের অভ্যন্তরে করোনা ইউনিটের সামনে থেকে একটি লাল রঙের ১০০সিসির ডিসকভার মোটরসাইকেল চুরি হয়ে যায়। পরে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মিডিয়ায় প্রচার হয়। বিষয়টি নজরে আসার পর চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলামের নির্দেশে মাঠে নামে সদর থানা পুলিশ। সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খানের নেতৃত্বে পরিদর্শক (অপারেশন) একরাম হোসাইন, এসআই হাসানুজ্জামান, এসআই শেখ হাদীউজ্জামানের সমন্বয়ে গঠিত একটি চৌকস টিম অভিযান শুরু করে। ঘটনার ২৪ ঘন্টার মধ্যে ঘটনার সাথে জড়িত শনাক্তকৃত চোর আব্দুল হালিমকে চোরাই মোটরসাইকেলসহ জীবননগর উপজেলার হাসাদহ এলাকা থেকে আটক করা হয়। ঘটনায় জড়িত অন্য চোরদের ধরতে কাজ করছে পুলিশ। আসলে এরা একটা সিন্ডিকেট। এই সিন্ডিকেটের সকল সদস্যদের শনাক্তে আমরা কাজ করছি। আশা করছি শুব শিগগিরই এই চোর সিন্ডিকেটের অন্য সদস্যদের আইনের আওতায় আনতে সক্ষম হবো।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More