জানুয়ারি থেকে নতুন নিয়মে প্রাথমিক শিক্ষক বদলি

স্টাফ রিপোর্টার: দুই বছর বন্ধ থাকার পর আগামী জানুয়ারি থেকে নতুন নিয়মে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি কার্যক্রম শুরু হচ্ছে। সংশোধিত নীতিমালার আলোকে অনলাইনে আবেদন করতে হবে। এখন থেকে আর কোনো লিখিত আবেদন গ্রহণ করা হবে না। জানা গেছে, প্রভাবশালীদের তদবির আর অনিয়ম ও বদলি বাণিজ্য ঠেকাতেই অনলাইনে আবেদন বাধ্যতামূলক করার সিদ্ধান্ত হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই) সূত্রে জানা গেছে, শ্রেণিকক্ষের পাঠদান যেন ব্যাহত বা বিঘœ না ঘটে, এর জন্য বছরের প্রথম তিন মাস (জানুয়ারি থেকে মার্চ) প্রাথমিক শিক্ষকদের বদলি কার্যক্রম সীমিত রাখার বিধান করা হয়েছে সংশোধিত বদলি নীতিমালায়। তবে, মন্ত্রণালয় ইচ্ছা করলে যেকোনো শিক্ষককে যেকোনো সময়, যেকোনো এলাকায় বা বিদ্যালয়ে বদলির ক্ষমতা হাতে রাখা হয়েছে। সংশোধিত বদলি নীতিমালার আলোকে ২০২২ সালের জানুয়ারি থেকে নতুন করে বদলি আবেদন গ্রহণ করা হবে।
মন্ত্রণালয় এবং ডিপিই সূত্র জানায়, বদলি কার্যক্রম পরিচালনার জন্য নতুন একটি সফটওয়্যার তৈরি এবং এর উদ্বোধনও সম্পন্ন হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন ও ডিপিই’র মহাপরিচালকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এটি উপস্থাপন করা হয়েছে। এ সময় কিছু ত্রুটি ধরা পড়লে সেগুলো সংশোধনের নির্দেশ দেয়া হয়েছিলো। নতুন সফটওয়্যার চালুর আগে সেটি পাইলটিং হবে দেশের কোনো একটি উপজেলায়। মন্ত্রণালয়ের অনুমোদনের আগে জেলার নাম প্রকাশ করতে রাজি নয় অধিদফতর। সফটওয়্যারের সর্বশেষ পরিস্থিতি এবং কবে নাগাদ এটি চালু হবে জানতে চাইলে ডিপিইর মহাপরিচালক আলমগীর মুহাম্মদ মনসুর আলম শনিবার বিকেলে জানান, ‘কিছু পদ্ধতি ও আনুষ্ঠানিকতা বাকি রয়েছে। নতুন সফটওয়্যার ও পাইলটিংয়ের অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আশা করছি, সহসাই সেটি পাওয়া যাবে এবং আগামী জানুয়ারি থেকে বদলি কার্যক্রম শুরু হবে নতুন পদ্ধতি ও সফটওয়্যারের মাধ্যমে। কোনো লিখিত আবেদন এখন থেকে গ্রহণযোগ্য হবে না।’

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More