জিপিএ-৫ প্রাপ্ত চা বিক্রেতার ছেলে লিয়নের প্রকৌশলী হতে বাধা অর্থ

জীবননগর ব্যুরো: জীবননগর শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয় হতে এসএসসি পরীক্ষা দিয়ে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সাথে এসএসসি পাস করেছে চা বিক্রেতার ছেলে শামীম আহমেদ লিয়ন। লিয়ন প্রকৌশলী হতে চাই। কিন্তু তার স্বপ্ন পূরণে বড় বাধা অর্থ। লিয়ন পিতার একমাত্র আয়ের উৎস চা বিক্রি। তিনি শহরের হাসপাতাল সড়কে ছোট্ট একটি চায়ের দোকান পরিচালনা করেন।
আহসান কবির ও শাহানাজ পারভীন দম্পতির ছেলে লিয়ন জীবননগর শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয় হতে এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। সে ইঞ্জিনিয়ার হতে চাই। আমার আর্থিক অবস্থা ভালো নয়। চা বিক্রি করে যা রোজগার হয় তা দিয়ে সংসার চালাতেই হিমশিম খেতে হয়। এখন আমি কিভাবে টাকা জোগাড় করবো তা বুঝে উঠতে পারছি না। ছেলে গোল্ডেন এ প্লাস পাওয়ায় ভীষণ আনন্দের মাঝেও চিন্তায় কপালে ভাজ পড়েছে কবিরের। ভর্তির টাকা কিভাবে জোগাড় করবেন তা নিয়েই তার যতো চিন্তা। আদর্শ শাপলাকলি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রকিবুল ইসলাম বলেন, লিয়ন অত্যন্ত মেধাবী ছাত্র। সে পিএসসি ও জেএসসি পরিক্ষায়ও ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিলো। আমার বিশ্বাস সে ভবিষ্যতে অনেক ভালো করবে।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More