জীবননগরের আন্দুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের বাজেট পেশ

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগরের ২নং আন্দুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের ২০২০-২০২১ অর্থ বছরের বাজেট পেশ করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১ টার দিকে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন হল রুমে আনুষ্ঠানিকভাবে ইউনিয়ন পরিষদ ও ওয়েভ ফাউন্ডেশনের যৌথ আয়োজনে এ উন্মুক্ত বাজেট পেশ করা হয়। বাজেট সভায় সভাপতিত্বে করেন ইউপি চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলায়াত করেন আশরাফিয়া দাখিল মাদরাসার অধ্যক্ষ মাও. সাইফুজ্জামান। উন্মুক্ত বাজেট পেশ করেন ইউপি সচিব হাসানুজ্জামান। প্রাপ্ত বাজেটে নিজস্ব ও উন্নয়ন বাবদ আয় ধরা হয়েছে ১ কোটি ৯ লক্ষ ১১হাজার ৬৪৪ টাকা ও রাজস্ব ও উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৭ লক্ষ ৬১ হাজার ৬৪৪ টাকা। উদ্বৃত টাকা ১ লক্ষ ৫০ হাজার টাকা। উন্মুক্ত বাজেট পেশ সভায় ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গ বাজেট পর্যালোচনা সভায় অংশ গ্রহন করেন। উন্মুক্ত আলোচনায় অংশ গ্রহন করেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম মধু, ইউনিয়ন লোকমোর্চার সাধারণ সম্পাদক শেখ সেকেন্দার আলী, প্রেসক্লাব সভাপতি নারায়ণ ভৌমিক, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন, প্যানেল চেয়ারম্যান ইউপি সদস্য শেখ হাফিজুর রহমান, আশরাফিয়া দাখিল মাদরাসার অধ্যক্ষ মাও. সাইফুজ্জামান, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক শেখ আতিয়ার রহমান, ১,২ ও ৩ নং ওয়ার্ড লোকমোর্চার সভাপতি মোতাহারুল ইসলাম চঞ্চল, পরিবার কল্যাণ কেন্দ্রের সহকারী মেডিকেল অফিসার আতাবুল মন্ডল, উপসহকারী কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন প্রমুখ। অন্যদের মধ্যে বিশিষ্ট সমাজসেবক মহাসীন আলী খান, লোকমোর্চর ৯ নং ওয়ার্ড কমিটি সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সমাজকর্মী মোল্লা ফকরুল ইসলাম টুটুল, নাজের আলী, নারীনেত্রী নারর্গিস আক্তার, শিউলী খাতুন, সকল ওয়ার্ডের ইউপি সদস্য ও সদস্যাগণসহ বিভিন্ন সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ওয়েভ ফাউন্ডেশনের জীবননগর উপজেলা সমন্বয়কারী আব্দুল আলিম সজল ও সহযোগিতা করেন আকাশ হোসেন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More