হাসাদাহ প্রতিনিধি: জীবননগর উপজেলার কাটাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তাকিয়া সুলতানার সড়ক দুর্ঘটনায় মৃত্যুতে আত্মার মাগফিরত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার কাটাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়। দোয়া মাহফিলে স্কুলের প্রধান শিক্ষক আক্তারুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছালমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জীবননগর উপজেলার শ্রমিক কল্যাণ ফেডারশের সভাপতি কামাল উদ্দীন, ওয়ার্ড বিএনপি সভাপতি ওয়াদুদ, হাসাদাহ ইউপি সদস্য আতিকুজ্জামান সন্টু, হাসাদাহ ইউনিয়ন যুবদলের নেতা হাসানুজ্জামান হাসান, পল্লী চিকিৎসক পলাশ, নিহত শিক্ষার্থীর পিতা তরিকুল ইসলাম, স্কুলের শিক্ষক মতিয়ার রহমান, রবিউল ইসলাম জালু প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন গ্রামবাসী ও স্কুলের শিক্ষার্থীরা।
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.