জীবননগরে প্রধানমন্ত্রীর উপহার জমিসহ ঘর পাচ্ছে ৫৬ গৃহহীন পরিবার

জীবননগর ব্যুরো: মুজিব শতবর্ষ উপলক্ষে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় জীবননগর উপজেলায় প্রধানমন্ত্রীর উপহার জমিসহ ঘর পাচ্ছেন ৫৬টি গৃহহীন পরিবার। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৫৬ জন এ গৃহহীন পরিবারের হাতে জমির দলিলসহ ঘরের চাবি তুলে দেবেন। এ উপলক্ষে আজ বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জমির দলিল ও ঘরের চাবি প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য হাজি আলী আজগার টগর উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর দপ্তর কর্তৃক পরিচালিত আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায়ে জীবননগর উপজেলায় এবার ৫৬ জন গৃহহীন মানুষ জমিসহ ঘর পাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহহীন পরিবারের নিকট এ ঘরসহ জমি হস্তান্তর করবেন। এ উপজেলায় এবার ৫৬ জন দরিদ্র ও গৃহহীন মানুষকে এ প্রকল্পের আওতায় নিয়েছে সরকার। জীবননগর উপজেলা প্রশাসন ইতিমধ্যে ৫৬টি ঘর প্রস্তুত করেছেন। জীবননগর উপজেলার উথলী ইউনিয়নে ৭টি, রায়পুর ইউনিয়নে ৩টি, কেডিকে ইউনিয়নে ১টি, সীমান্ত ইউনিয়নে ১৯টি, বাঁকা ইউনিয়নে ৫টি ও আন্দুলবাড়িয়া ইউনিয়নে ২১ ঘর নির্মাণ করা হয়েছে। দৃষ্টিনন্দন এ ঘর আজ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে বলে উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনিম লিংকন দৈনিক মাথাভাঙ্গাকে নিশ্চিত করেছেন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More