জীবননগরে বিভিন্ন সরকারি দফতরসহ থানা পরিদর্শন করলেন জেলা প্রশাসক

জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার জীবননগর উপজেলার বিভিন্ন সরকারি দফতরসহ জীবননগর থানা পরিদর্শন করেছেন। গতকাল মঙ্গলবার পরিদর্শনকালে সরকারি এ সকল দফতরের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হতে দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার উপজেলা পরিষদে এসে পৌছুলে উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনিম লিংকন তাকে স্বাগত জানান। এসময় তিনি ইউএনও অফিসের পরিচালিত কার্যক্রম নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলেন। পরে তিনি উপজেলা ভূমি অফিস ও পৌর ভূমি অফিস পরিদর্শন করেন। পৌর ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা আশরাফুল ইসলাম তাকে স্বাগত জানান। ডিসি নজরুল ইসলাম সরকার পৌর ভূমি অফিসের বিভিন্ন কার্যক্রমসহ কর আদায়ের বিষয়ে অবগত হন। তিনি সরকারি এ সকল অফিসের পরিচালিত কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন। পরে তিনি জীবননগর থানা পরিদর্শনে গেলে থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম তাকে স্বাগত জানান। থানার একটি চৌকস পুলিশ দল জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারকে গার্ড অব অনার প্রদর্শন করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার তার সঙ্গে ছিলেন। ডেপুটি কমিশনার নজরুল ইসলাম সরকার পুলিশের পরিচালিত বিট পুলিশিং কার্যক্রমসহ চলমান বিভিন্ন কার্যক্রম নিয়ে ওসিসহ পুলিশ কর্মকর্তাদের সাথে কথা বলেন। তিনি পুলিশকে আরও মানবিক পুলিশ হওয়ার আহ্বান জানিয়ে জনগণের সেবা প্রদানের হারকে আরও বাড়িয়ে দেয়ার আহ্বান জানান। তিনি করোনা ভাইরাস মোকাবেলায় পুলিশের ভূমিকার ভুয়সী প্রশংসা করে আসন্ন শীতে করোনার দ্বিতীয় ধাক্কা কাটিয়ে উঠতে প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More